স্বপ্নবিলাস

স্বপ্নবিলাস

স্বপ্নবিলাস

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 9.11k বার দেখা হয়েছে | এই মাসে 9.11k বার
5 টি প্রশ্ন দেখা হয়েছে 7.73k বার
1 টি উত্তর দেখা হয়েছে 1.38k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

বয়স সংশোধন করতে কি কি করতে হবে?

আমি inter 2nd year এ পড়ি.আমার ssc  certificate এ বয়স বেশি দেওয়া.আমার রাজশাহী বোর্ড.আমি বয়স কমাতে চাই.এখন কি কি করতে হবে?আর এফিটডেভিট কিভাবে করব?

0 likes | 2995 views

মনিটর পুড়লে বা বাস্ট হলে অন্য কোন উপায়ে হার্ডডিস্কে থাকা ফাইল এবং সফটওয়্যার দেখা যাবে কি?

মনিটর পুড়লে বা বাস্ট হলে মনিটর ছাড়া অন্য কোন উপায়ে হার্ডডিস্কে থাকা ফাইল এবং সফটওয়্যারগুলো দেখা যাবে কি? দয়া করে আমাকে কেউ জানান। ধন্যবাদ। 0 likes | 2962 views

কম্পিউটারের সিপিইউ সমস্যা?

কম্পিউটারের সিপিইউ-এর পিছনে যেখানে ব্রডব্যান্ড/ইন্টারনেটের তার লাগানো হয়, ঠিক সেখানে এক কর্ণারে হলুদ লাইট জ্বলে আছে। আমি উন্ডোস আবার সেটআপ দিয়েছি, তবুও সমস্যার সমাধান হয়নি। ব্রডব্যান্ড-এর সংযোগ দেয়ার পর আগে যে হলুদ সিগনাল দেখা যেত, এখন আর সেভাবে দেখা যায়না। নেট কানেক্ট থাক আর নাই থাক হলুদ লাইট জ্বলে থাকে। এ সমস্যা থেকে উত্তোরণের উপায় কি-জানিয়ে আমাকে কৃতজ্ঞ পাশে আবদ্ধ করবেন।

0 likes | 2917 views

নিম্নলিখিত বর্ণনার আলোকে আমি যদি ডিভোর্স দেই তবে ওরা কি কাবিনের টাকা ছাড়া আর ক্ষতিপুরন দাবি করতে পারবে ওরা কি নারী নির্যাতন মামলা বা আমার নামে কোন মামলা করতে পারবে আসলে এভাবে থাকতেও আর ভাল লাগছেনা। আর আমার স্ত্রীও আমাকে ডিভোর্স দিবেনা নিজ থেকে। আশা করি আমার সমস্যাটার উপযুক্ত সমাধানের পরামর্শ আপনার কাছ থেকে পাবো?

আস্সালামু আলাইকুম। গত বছর জুনে আমার বিয়ে হয়। যখন মেয়ে দেখতে যাই তখন ওরা চালাকি করে মেয়েকে পার্লার থেকে সাজিয়ে হিজাব পড়িয়ে নিয়ে আসে। আমি বুঝতে পারিনি। আমার পছন্দ হয়। আমি একাই গিয়েছিলাম। পরে বাবা মা বোন সহ দেখতে যাই তাও একই অবস্থা। কিন্তু বিয়ের পর বাসায় আনার দু’দিন পর দেখি আমার স্ত্রীর মাথায় চুল নাই। এরপর ঘটনা আর কি বলব। আমি খুব শকড হই। ভয়ানক ভাবে ভেংগে পড়ি। এর মাঝে আমার মা বাবা বোনরা বোঝায় যা হইসে আল্লাহর ইচ্ছায়। তারা আমাকে মেনে নিতে । বলে বাচ্চা নিয়ে নে দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার তখন ভয়ানক অবস্থা। তারপরও মনের ইচ্ছার বিরুদ্ধে ঠিক করি কন্টিনিউ করব। ও কনসেপ্ট করে। এরই মাঝে আমার মন আর মানে না। তখন আমার এক্স গার্ল ফ্রেন্ড আমার কাছে আসে এবং আমি ওকে বিয়ে করতে চাই কিন্তু আমার বাবা মা আমার মামা শ্বশুরকে ডেকে আমার নামে অনেক কিছু বলেন যে আমি পরকীয়া করছি হেন তেন।(আমার পরিবার খুব সাধারন) এই সুযোগটা ওরা নিয়ে নেয়। এরই মধ্যে এই ঝামেলা গুলির মাঝে আমার একটা মেয়ে হয়। এখন ওরা কথায় কথায় আমাকে আর আমার পরিবারকে নারী নির্যাতন মামলার ভয় দেখাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার আমি আমার স্ত্রী-কে এখনও মন থেকে মেনে নিতে পারিনি। আর আমাদের সম্পর্কও এতটা ভালনা। সংক্ষেপে আপনাকে সব বললাম।

এখন আমার কি করনীয় আছে ? কি করলে আমাদের জন্য ভালো হবে ? আমি যদি ডিভোর্স দেই তবে ওরা কি কাবিনের টাকা ছাড়া আর ক্ষতিপুরন দাবি করতে পারবে ? ওরা কি নারী নির্যাতন মামলা বা আমার নামে কোন মামলা করতে পারবে? আসলে এভাবে থাকতেও আর ভাল লাগছেনা। আর আমার স্ত্রীও আমাকে ডিভোর্স দিবেনা নিজ থেকে। স্যার আশা করছি আমার সমস্যাটার উপযুক্ত সমাধানের পরামর্শ আপনার কাছ থেকে পাবো। ধন্যবাদ।

0 likes | 3832 views

স্ত্রীর অনুপসস্থিতিতে তালাকের কথা নিয়ে আলোচনা করলে বা তালাকের কথা ভুলে উচ্চারিত হলে তাতে কি তালাকের পক্ষে সাক্ষী হয়ে যায় বা তালাক হয়ে যায়- তা ইসলামী শরীয়া আইন অনুযায়ী জানিয়ে কৃতজ্ঞ পাশে আবদ্ধ করবেন?

আমার এক বন্ধুর স্ত্রী প্রেগন্যান্ট হবার পর তার ভাইয়ের সাথে বাড়ি যায়, কারণ তার স্বামী তাকে কয়টাদিন পরে যেতে বলেছিল কিন্তু সে তাতে রাজি ছিলনা। যাই হোক স্ত্রী যাবার কিছুদিন পর সে (স্বামী) ফোনে তাকে বলেছে যে, তুমি যদি আমার ও তোমার মধ্যে যে কথা হয়েছে তা যদি কাউকে বলো তবে বিয়ে বাদ আর বাচ্চা হবার পরও তুমি যদি উপহার নাও তবেও বিয়ে বাদ বা বাদ হয়ে যাবে, ঠিক আছে? সে বলে-আচ্ছা। এরপর ফোন ছাড়ার পর মনে হলো যে ঐ কথা বলা তার ঠিক হয়নি। এক আলেমের কাছে জানতে পারে যে এতে নাকি এক তালাক হয়েছে আর সাথে বলে দিয়েছে যে এসব নিয়ে আর আলোচনা না করতে, এতে নাকি তালাকের পক্ষে সাক্ষী হয়ে যেতে পারে।      

        কিন্তু আমার বন্ধু আলেমের কথা মতো উল্লেখিত ব্যাপারে চুপ থাকতে পারেনি। স্ত্রীর পূর্বের খারাপ আচরণের কথা মনে করে তার বাবা-মা, ভাই-বোন ও তার অন্যান্য আত্মীয়দের সাথে তালাকের কথা বলেছে যে, ওকে আসলে রাখা ঠিক নাওকে বাদ দিয়ে দেয়া উচিতও বাদ। এক সময় নাকি তার বাবার সাথে বলেই ফেলেছে যে, বাবা ওর তো তালাক হয়ে গেছে ওকে কিভাবে আনি ইত্যাদি ইত্যাদি। এমতাবস্থায় প্রশ্ন হলো- শর্ত যুক্ত করে তালাক দিলে কি তালাক হয়ে যায়, আর স্ত্রীর অনুপসস্থিতিতে তালাকের কথা নিয়ে আলোচনা করলে বা তালাকের কথা ভুলে উচ্চারিত হলে তাতে কি তালাকের পক্ষে সাক্ষী হয়ে যায় বা তালাক হয়ে যায়- তা ইসলামী শরীয়া আইন অনুযায়ী জানিয়ে কৃতজ্ঞ পাশে আবদ্ধ করবেন।

0 likes | 3152 views

শর্ত যুক্ত করে তালাক দিলে কি তালাক হয়ে যায়, আর স্ত্রীর অনুপসস্থিতিতে তালাকের কথা নিয়ে আলোচনা করলে বা তালাকের কথা ভুলে উচ্চারিত হলে তাতে কি তালাকের পক্ষে সাক্ষী হয়ে যায় বা তালাক হয়ে যায়?

আমার এক বন্ধুর স্ত্রী প্রেগন্যান্ট হবার পর তার ভাইয়ের সাথে বাড়ি যায়, কারণ তার স্বামী তাকে কয়টাদিন পরে যেতে বলেছিল কিন্তু সে তাতে রাজি ছিলনা। যাই হোক স্ত্রী যাবার কিছুদিন পর সে (স্বামী) ফোনে তাকে বলেছে যে, তুমি যদি আমার ও তোমার মধ্যে যে কথা হয়েছে তা যদি কাউকে বলো তবে বিয়ে বাদ আর বাচ্চা হবার পরও তুমি যদি উপহার নাও তবেও বিয়ে বাদ বা বাদ হয়ে যাবে, ঠিক আছে? সে বলে-আচ্ছা। এরপর ফোন ছাড়ার পর মনে হলো যে ঐ কথা বলা তার ঠিক হয়নি। এক আলেমের কাছে জানতে পারে যে এতে নাকি এক তালাক হয়েছে আর সাথে বলে দিয়েছে যে এসব নিয়ে আর আলোচনা না করতে, এতে নাকি তালাকের পক্ষে সাক্ষী হয়ে যেতে পারে।      

        কিন্তু আমার বন্ধু আলেমের কথা মতো উল্লেখিত ব্যাপারে চুপ থাকতে পারেনি। স্ত্রীর পূর্বের খারাপ আচরণের কথা মনে করে তার বাবা-মা, ভাই-বোন ও তার অন্যান্য আত্মীয়দের সাথে তালাকের কথা বলেছে যে, ওকে আসলে রাখা ঠিক না, ওকে বাদ দিয়ে দেয়া উচিত, ও বাদ। এক সময় নাকি তার বাবার সাথে বলেই ফেলেছে যে, বাবা ওর তো তালাক হয়ে গেছে ওকে কিভাবে আনি ইত্যাদি ইত্যাদি। এমতাবস্থায় প্রশ্ন হলো- শর্ত যুক্ত করে তালাক দিলে কি তালাক হয়ে যায়, আর স্ত্রীর অনুপসস্থিতিতে তালাকের কথা নিয়ে আলোচনা করলে বা তালাকের কথা ভুলে উচ্চারিত হলে তাতে কি তালাকের পক্ষে সাক্ষী হয়ে যায় বা তালাক হয়ে যায়- তা ইসলামী শরীয়া আইন অনুযায়ী জানিয়ে কৃতজ্ঞ পাশে আবদ্ধ করবেন।

0 likes | 3121 views