সুমিতচন্দ্রকর

সুমিতচন্দ্রকর

সুমিতচন্দ্রকর

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 11.21k বার দেখা হয়েছে | এই মাসে 11.21k বার
7 টি প্রশ্ন দেখা হয়েছে 8.27k বার
1 টি উত্তর দেখা হয়েছে 2.94k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 26 টি প্রিয়

Recent Q&A

ফেসবুক আইডির চ্যাট লিস্টে কোন আইডি গুলো আগে পরে তাকে সেগুলো কিসের ওপর নির্ভর করে?

আমার আইডি তে চ্যাট লিস্টে আমার পরিচিত বন্ধুর নাম সবার আগে তাকে।অবশ্য তার সাথে আমার মাঝে মধ্যে কনভারসেশন হতো।কিন্তু ইদানিং বেশ কিছু মাস থেকে আর কনভারসেশন হয় না। তাই ধীরে ধীরে তার নামের একটা উত্তানপতন লক্ষ করা যায়।যদি কনভারসেশনের ওপর নির্ভর করে কারা ওপরের দিকে তাকবে তবে একবছর পূর্বে যে ফ্রেন্ডটি আমার চ্যাট লিস্টে তলানির দিখে ছিলো সে কেনো কোনো কনভারসেশন ছাড়াই এখন উপরে চলে এলো?  আমি আসল কারণ টি জানতে চাই।কারোর জানা তাকলে একটু বলবেন, জ্বি ধন্যবাদ।

0 likes | 2499 views

ফেসবুকে পিক ক্রেডিটে কিভাবে বন্ধুর আইডি লিংক দেওয়া যায়?

আমার এক বন্ধু  ফেসবুকে কোনো পিক আপলোড দিলে  পিক ক্রডিটে বন্ধুর আইডি শো করতে পারে না।সে যদিও ফ্রী ফেসবুক চালায়।কিন্তু এখানে এরকম কোনো অপশনও নাই যে নাম শো করবো।উল্লেখ্য সে আগে ফ্রী ফেইসবুক নামক একটা আ্যাপ চালাত এখন ফ্রী ব্যাসিক আ্যাপ দিয়ে ফেবু চালায়।তাহলে সে কি নাম শো করতে পারবে না।? 

0 likes | 3091 views

ফেবুর পিক ক্রেডিটে কিভাবে বন্ধুর আইডি লিংক দেওয়া যায়?

আমার এক বন্ধু  ফেবুতে কোনো পিক আপলোড দিলে  পিক ক্রডিটে বন্ধুর আইডি সোশ করতে পারে না।সে যদিও ফ্রী ফেবু চালায়।কিন্তু এখানে এরকম কোনো অপশনও নাই যে নাম শো করবো।উল্লেখ্য সে আগে ফ্রী ফেইসবুক নামক একটা আ্যাপ চালাত এখন ফ্রী ব্যাসিক আ্যাপ দিয়ে ফেবু চালায়।তাহলে সে কি নাম শো করতে পারবে না।? 

0 likes | 1687 views

প্রিপেইড সিম এবং পোস্ট পেইড সিম বলতে কিাা বুঝানো হয়?

বর্তমান নিয়মানুযায়ী একটি অপারেটর থেকে আমি কয়টি সিম রেজিস্ট্রেশন করতে পারবো। সেখানে প্রিপেইড সংযোগ বা পোস্ট পেইড সংযোগ বলতে কি বোঝানো হয়?  0 likes | 2841 views

সিলেট এম সি কলেজে অনার্স ভর্তি সম্পর্কে জানতে চাই?

ধরুন আমি এস এস সি তে ৪.৭৭ পেলাম। আর এইচ এস সি তে ৫.০০ পেলাম তাহলে এমসি কলেজে কি আমার ইংলিশ নিয়ে অনার্স হবে। আর এস সি কলেজে অনার্স করতে ভর্তি পরীক্ষা লাগে নাকি। না পয়েন্ট বেশি হলে চান্স পাওয়া যায়। এম সি কলেজে অনার্স ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আর্স, সাইন্স এবং কমা র্স এর জন্য। দয়া করে সাহায্য করেন। 0 likes | 7416 views

অনলাইনে আমি কিভাবে আমার পন্য বিক্রি করবো?

আমার কাছে কিছু পন্য আছে, সেগুলো আমি বিদেশে কারোর কাছে বিক্রি করতে চাই,কুরিয়ার সার্বিসের মাধ্যমে। এজন্য আমার ইন্টারন্যাশনাললি কোনো ক্রয়-বিক্রয় সাইট বা অ্যাপ প্রয়োজন।এখন আমি কোন সাইট বা অ্যাপের মাধ্যমে আমার পন্য বিক্রি করতে পারবো, দয়া করে কেউ জানাবেন প্লিজ!   0 likes | 2730 views