সাজিদওয়াসিক

সাজিদওয়াসিক

সাজিদওয়াসিক

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 1.61k বার দেখা হয়েছে | এই মাসে 1.61k বার
2 টি প্রশ্ন দেখা হয়েছে 1.61k বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

প্রথম মানব নাকি প্রথম বুদ্ধিমান সভ্য মানব?

ডারউইন এর বিবর্তনবাদ তার নিজস্ব গবেষণার ফল আইন্সটাইনের নয়। তবে মানব সভ্যতার বিকাশ কালের প্রারম্ভিক ১০০০০ বৎসর কাল খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে প্রথম বরফ কালের সূচনা হয় ৪/৫ লক্ষ বৎসর পূর্বে আর চতুর্থ বরফ কালের আবসান হয় প্রায় ১০০০০বৎসর পূর্বে। এই বরফ কালে পৃথিবীর সমুদ্র সমুহ বরফে জমাট আকার ধারন করে এবং অনেক জায়গায় সি লেভেল ১৮০ থেকে ১৫০ মিটারে নেমে আসে।হযরত আদম (আঃ) যদি ১০০০০ বৎসর পূর্বে বরফ যুগের শেষের দিকে আজকের শ্রীলংকা  তে প্রেরিত হয়ে থাকেন সে সময় সমুদ্র সমতল নেমে যাবার  কারণে ভারত শ্রীলংকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত জীবেরা হেটেয় বিচরণ করতো।প্রাচীণ ভারতের ইতিহাস তো সে কথায় বলে।তাহলে হযরত আদমের পক্ষেও আরবে চলে আসা অসম্ভব কিছু ছিল না।পরবর্তীতে বরফ যুগের অবসানের পর পুনরায় গলে যেয়ে সমুদ্র তার নিজ আকার ধারণ করে এবং আজকের শ্রীলংকা একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়।কিন্তু কিছু প্রশ্নতো থেকেয় যায়।নিয়ান্ডার্থাল মানব যারা আজ থেকে প্রায় ৩৫০০০ বৎসর পূর্বে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তারাও কিন্তু মৃত দেহ কবর দিত।আমরা যারা আজকের বুদ্ধিমান মানব শ্রেণী তাদের পূর্ব পুরুষের বিকাশ ঘটেছিল আজ থেকে ৪০০০০/৫০০০০ বৎসর পূর্বে। প্রাচীন মানুষ যাযাবর ছিল কিন্তু স্থায়ীভাবে সভ্যতার বিকাশ ঘটে ৮০০০ খ্রীঃ পূঃ তাও পশ্চিম এশিয়াতেয়।হযরত আদমের আগমনের ২০০০বৎসর পরে। ধর্ম বিশ্বাস থেকে হযরত আদম কে প্রথম মানব হিসেবে মেনে নিতে হবে তাহলে নৃতাত্বিক গবেষণায় পূর্বের জনেরা কি ছিল? এখনো তো আমাদের রক্তে পূর্ব জনদের জিন খুজে পাওয়া যায়। ১০০০০ বৎসর পূর্বেই তৎকালীন পৃথিবীর সব শ্রেণীর মানুষের মধ্যেয় পারস্পারিক জৈবিক মেলামেশা ঘটে গিয়েছিল। সে হিসাবে আদম (আঃ) এর বংশধরদের সাথেও অন্যদের মেলা মেশা হয়ে থাকতে পারে।ধর্ম বলে হযরত আদম প্রথম মানব যিনি স্বর্গ থেকে অর্থাৎ পৃথিবীর বাহির থেকে প্রেরিত হয়েছেন।আমরা যেমন আজ ভিন গ্রহের বাসিন্দা খুজে বেরাই তবে কি হযরত আদম সে রকম কিছু যিনি ১০০০০ বৎসর পূর্বেই মানব সাদৃস্য প্রজাতির বিচরণ ক্ষেত্র ধরাধামে অধিক বুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে এসেছেন? এ ক্ষেত্রে ধর্ম ও বিজ্ঞানের অধিক গবেষণার প্রয়োজন আছে বলে মনে করি। 0 likes | 1738 views

প্রথম মানব, নাকি প্রথম সভ্য মানব?

হোমোসাপিয়েন্স,নিয়ান্ডারথাল মানুষদের  ফসিল পরীক্ষা করে দেখা গেছে যে পৃথিবীতে আদিম মানুষদের অস্তিত্ব ছিল কয়েক লক্ষ বছর পূর্বে।তারা ঠিক মত কথা বলতে পারতো না,সভ্য আচার ব্যবহার, চাষাবাদ তাদের জানা ছিলনা।আবার আর এক দিকে হযরত আদম (আঃ) এর আগমন কাল থেকে দেখা যায় তেনারা শুরু থেকেই কথা বলছেন,সামাজিক পারি।বারিক বিধি নিষেধ এর আওতায় জীবন যাপন করছেন,চাষাবাদ করছেন,পোষাক পরিচ্ছদ ব্যবহারে অভ্যস্ত।হযরত আদম (আঃ)  হোমোসাপিয়েন্স,নিয়ান্ডারথাল মানব দের আগে না পরে পৃথিবীতে এসেছেন? ধর্মানুসারে তিনিয় তো পৃথিবীর প্রথম মানব। আদম (আঃ)হযরত নূহু(আঃ) হযরত মুসা (আঃ) থেকে হযরত মুহম্মদ (সাঃ) হয়ে এ পর্যন্ত  আসতে মানব জাতির কত সময় লেগেছে? ফসিল থেকে জানা যায়  লক্ষ লক্ষ বছর আগে অনুন্নত  মানবেরা পৃথিবীতে বিচরন করতো,তাহলে হযরত আদম (আঃ) পৃথিবীতে প্রেরিত প্রথম মানব, নাকি প্রথম সভ্য মানব? 

0 likes | 3103 views