সাকিবশ্রাবন

সাকিবশ্রাবন

সাকিবশ্রাবন

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 5.54k বার দেখা হয়েছে | এই মাসে 5.54k বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 0 বার
5 টি উত্তর দেখা হয়েছে 5.54k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

আমার ssc and hsc পয়েন্ট মোট ৭.৩৯।আমার স্বপ্ন আমি CSE(computer science & engineering) পড়বো?

অামি কি ভার্সিটিতে ভর্তির জন্য অাবেদন করতে পারবো?এবং ভার্সিটির কোন বিভাগে অাবেদন করতে হবে?


--------------
অামার বাড়ি নোয়াখালী।অামার জেলায় nstu নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় অাছে এখন ওটাতে কি  CSE সাবজেক্ট অাছে?
-----------?
0 likes | 2726 views

উচ্চতর গণিত না নিয়ে এইচএসসিতে বিজ্ঞান নেওয়া যায় কি?

0 likes | 2777 views

মোবাইলের মাধ্যমে বিয়ে নিয়ে সমস্যা?

আমার বোন বিদেশে বসবাস করেন,আর পাত্র অর্থাৎ যার সাথে আমার বোনের বিয়ে হবে তিনি দেশেই থাকেন! এবং আমার বোন বিদেশ থেকেই বিয়ে করেন মোবাইলের ভিডিও কনফারেন্সের মাধ্যমে। দেশের সরকার অনুমোদিত একজন কাজী সাহেব এই বিয়ে পড়ান,এবং বিয়েতে আমার বোনের অভিবাবক উপস্থিত ছিলেন।কিন্তু বর পক্ষের কোন অভিবাবক উপস্থিত ছিলেন না,কেননা পাত্র চান তাদের এই বিয়ে তার চাকুরি পাওয়ার আাগ পর্যন্ত গোপন থাকুক,এতে কনে পক্ষের সকলেই সম্মতি প্রকাশ করে এবং বিয়েতে বর পক্ষের সাক্ষী হিসেবে বরের বন্ধু ২ জন উপস্থিত ছিলেন। বিয়ের ৮ মাস পরে বিয়ের ঘটনাটি প্রকাশ্য হয়ে যায় কোন একটা দুর্ঘটনা বশত। এখনো আমার বোন বিদেশেই অবস্থান করছে,আর বিয়ের পরে এখন পর্যন্ত আমার বোন দেশে আসেনি। আর বিয়ের ঘটনাটি প্রকাশ্য হবার পরে আমার দুলাভাইয়ের পরিবার এই বিয়ে মানতে অস্বিকার করে,এবং তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে।আর এখন আমার দুলাভাই ও তার পরিবারের কথা অনুসারে আমার বোনকে বিবাহের কথা অস্বিকার করছে। আমার দুলাভাই বলতেছে যে পাত্রি পক্ষ নাকি তাকে নেশাকর দ্রব্য পান করিয়ে অঙ্গান করে বিবাহ করিয়েছে,এই বলে সে আদালতে পাত্রি পক্ষের নামে মিথ্যা মামলা দেয়। এখন আমি বিবাহের আইনকানুন বিশেসঙ্গ কারো কাছে জানতে চাচ্ছি যে,মোবাইলের মাধ্যমে সম্পন্ন বিবাহের জের ধরে আমার বোন যদি আদালতে মামলা করে, তবে কি আমার বোন সুষ্ঠু বিচার পাবে?? আর কাবিন নামায় বরের সাক্ষর আছে।আর বিবাহ সরকারি নিয়মের অন্তর্ভুক্ত কাজীর মাধ্যমে করানো হয়েছে।আর বর্তমানে আমার বোন বিদেশ থেকে দেশে এসেছে এই সমস্যাটি হবার কারনে। এখন আমি জানতে চাচ্ছি যে,পাত্রি পক্ষ আদালতে মামলা করলে আদালত, মোবাইলের মাধ্যমে সম্পন্নকৃত বিবাহ আদালত কতটুকু গুরুত্ব দিবে?? আর আমার বোন কি সুষ্ঠু বিচার পাবে??  0 likes | 2843 views

কমার্সের সিট এতো কম কেন?

আমার একটা প্রশ্ন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স (A+D)  ইউনিটের আসন সংখ্যা কম বা বেশি ৩০০০.আর আর্টসের সিট সংখ্যা মোট ২৩৫০ টা,,আর কমার্সের সিট সংখ্যা মোট(C+D) ১৭০০ টা। অন্য দুই গ্রুপের তুলনায় কমার্সের সিট এতো কম কেন?অন্যান্য ভার্সিটিও একই কমার্স অন্য গ্রুপের সাথে তুলনা করে দেখা যায় কম।  0 likes | 2654 views

বাংলাদেশে রকমারি ছাড়া কি বিদেশী বই আনা সম্ভব আমাজন থেকে কি বাংলাদেশে ডেলিভারী দেয়?

বই কেনা, বিদেশী বই, ইংরেজী ভাষার বই

0 likes | 2964 views