রাকিবহোসেনrand2

রাকিবহোসেনrand2

রাকিবহোসেনrand2

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 1.60k বার দেখা হয়েছে | এই মাসে 1.60k বার
1 টি প্রশ্ন দেখা হয়েছে 1.60k বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

নিজের বিবাহিত বোন পরকিয়া করে মানসম্মান সব শেষ করে দিছে, এখন করনীয় কি?

আমার আপন বোন, তার ১টি ছেলে (৮ম শ্রেণী) এবং ১টি মেয়ে (৩য় শ্রেণীতে পড়ে) অাছে। তাদের সাংসারিক অর্থের দিক দিয়ে অনেক স্বচ্ছলতা এবং তার জামায় অত্যন্ত একজন ভদ্র,নরম/সাদাসিদে লোক, তিনি ঢাকায়  জব করেন, তবে আমার বোনরা ছেলে-মেয়ে নিয়ে গ্রামে থাকে। গত ২০১৮ সালে সে পরকিয়া করে গোপনে একটি বিবাহিত ছেলের সাথে বিবাহ করে নেয়, প্রকাশ্য হয় প্রায় ৩ মাস পরে, এরকম একটা পরিস্থিতে আমাদের মান সম্মানটা গ্রামে খুবই নিম্নস্তরে যায়, বোন অনেক ক্ষমা বিনয়ী করে আর তার জামায় ছেলে মেয়ের কথা ভেবে সদয় হয়ে তাকে ডিভোর্স না দিয়ে সংসার চলমান করে, আর উকিকেলে মাধ্যমে ঐ পরকিয়াকৃত বিবাহটি ডিভোর্স করা হয়। এরপর থেকেই ভালো ভাবে তাদের সংসার চলতে থাকে আর আমাদের ও গ্রামে একটু মানসম্মান ফিরে আসে।  গতকাল একটি ঘটনা ঘটেছে, আমার বোন আবারও (দ্বিতীয় বার) পরকিয়া করে ঐ ডিভোর্সকৃত ছেলের সাথে গোপনে পালিয়ে গিয়ে একরাত রাত কাটিয়েছ।  এটা প্রমাণিত হয়েছে আজ। এখন ভাই গ্রামে আমাদের মানসম্মান একদম নাই হয়ে গেছে, আমি ও আমার পরিবার সিদ্ধান্ত নিয়েছি যে তার সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে দিবো, বোন পরিচয়ই দিবো না, এমনকি মরে গেলেও তাকে দেখতে যাব না। এটা করা কি আমাদের ঠিক হবে বা কি করাটা বুদ্ধিমানের কাজ হবে পরামর্শ চাচ্ছি বিস্ময়ের সদস্যদের থেকে। বলে রাখা ভালো, তার স্বামী তাকে ডিভোর্স দিলো না কি করলো তাও আমরা জানতে চাই না,  ডিভোর্স দিলেও/না দিলেও তাকে আমরা প্রশ্রয় দিতে চাই না। উত্তর দাতার প্রতি অনুরোধ তার একাধিক বার এতো বড় জঘন্য অপরাধ তাও আবার দুইটা ছেলে-মেয়ের জীবন নষ্ট করে যে হৃদয়হীন কাজ করেছে তা বিশেষ ভাবে ভেবে দেখবেন।  আপনাদের সু-পরামর্শের অপেক্ষায় রইলাম। 0 likes | 3393 views