মোঃসবুজ

মোঃসবুজ

মোঃসবুজ

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 9.73k বার দেখা হয়েছে | এই মাসে 9.73k বার
3 টি প্রশ্ন দেখা হয়েছে 5.37k বার
2 টি উত্তর দেখা হয়েছে 4.37k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

কোয়েলের বাচ্চা উৎপাদনের জন্য ইনকিউবেটরের তাপমাত্রা কত থাকে?

0 likes | 3212 views

বাক্সে একটি ৬০ ওয়াট এর বাল্ব ২৪ ঘণ্টা জালিয়ে রাখলে বাক্সে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হবে?

বাক্সটির দৈর্ঘ্য ২ফুট, প্রস্থ ২ফুট, উচ্চতা ২ফুট। 0 likes | 3280 views

১। কেউ কোয়েলের খামারের সাথে সম্পৃক্ত থাকলে বলেন, এই কোয়েলের খামারের লাভ লোকসান কেমন ২। একটি মাত্র ক্রেতার উপর ভিত্তি করে আমার এই খামার দেয়া কি উচিৎ হবে ৩। বাহিরে এর চাহিদা কি রকম ৪। কোয়েলের খামারের কারও মোবাইল নাম্বার আছে কি ৫। কথায় কোয়েলের ডিম বাচ্চার বড় বাজার আছে?

আমি কোয়েলের খামার করতে চাচ্ছি। হিসেব করে দেখেছি, সীমিত পরিসরে অল্প মূলধনে অধিক বাচ্চা পালন করা সম্ভব। এক্ষেত্রে "এসো জীবন গড়ি" সস্থার কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা আমাকে সকল সহযোগিতা করতে ছেয়েছে। কিন্তু কোয়েলের বাজার সম্পর্কে আমার ধারনা একটু কম। আর বাজার যাচাই করে দেখেছি, ঠাকুরগাঁও এ বাজার একটু কম। কোয়েল ও যাবতীয় উপকরণ 'এসো জীবন গড়ি' সংস্থা প্রদান্ করার নিশ্চয়তা প্রদান করেছে। এবং এই কোয়েলের ডিম তারাই ক্রয় করার আশ্বাস দিয়েছে। তবে আমার ধারনা অনুযায়ী একটি মাত্র ক্রেতা (সস্থা) এর উপর ভিত্তি করে খামারের পরিকল্পনা করা উচিৎ নয়। কিন্তু তারা আমাকে ডিম,বাচ্চা ক্রয় করার নিশ্চয়তা প্রদান করছে। আর হে আমি অনেক দিন থেকেই সোনালি মুরগির খামারের সাথে সম্পৃক্ত ও একটি ছোট ফেন্সি/বিদেশি কবুতরের খামার আছে। তাই কোয়েলের খামারের জন্য যতটুকু অভিজ্ঞতা প্রয়োজন তততুকু আমার মনে হয় আছে। 0 likes | 3855 views

Bissoy Answers এ আরও কি কি বিভাগ থাকা উচিত বলে আপনি মনে করেন?

আপনাদের সকলের সহযোগিতায় Bissoy Answers বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় প্রশ্ন ও উত্তর সাইট হতে পেরেছে। Bissoy Answers এ আরও কি কি বিভাগ থাকা উচিত বলে আপনি মনে করেন। আপনাদের মতামত পেলে আমরা এই সাইটের আরও উন্নয়ন ঘটাতে পারব বলে আশা করছি। 0 likes | 4224 views

আমার এক ফেসবুক ফ্রেন্ডের লুকানো মোবাইল নাম্বার দেখতে চাই, কিভাবে দেখবো?

0 likes | 18790 views