মোঃআল-আমিনrand1

মোঃআল-আমিনrand1

মোঃআল-আমিনrand1

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 8.87k বার দেখা হয়েছে | এই মাসে 8.87k বার
3 টি প্রশ্ন দেখা হয়েছে 5.97k বার
2 টি উত্তর দেখা হয়েছে 2.90k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 1 টি প্রিয়

Recent Q&A

আমার মানসিক রোগ আছে। মাঝে মধ্যে একা একা আবোল তাবোল কথা বলি। মানসিক চাপ পড়লে নাকে খুব অস্বস্তি লাগে। এটা কি সমস্যা। আমি এখন কি করতে পারি?

0 likes | 3331 views

আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করুন?

আমি মোঃ আব্দুল্লাহ আল-আমিন। আমি কঠিন সময় পার করছি কেননা আমার স্বপ্নও সবই ধামা চাপা পড়ে গেছে। আমি ২০১২ আর ২০১৪ সালে এস এস সি ও এইচ এস সি পাস করি। আমার রেসালট দুটোতেই জিপিএ ৫ আছে। এরপর আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়য়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিঙে ভর্তি হই। আমার পড়াশুনা বন্ধও হয় ২০১৬তে কারন আমার পরিবার ঢাকায় আমার খরচ চালাতে হিমশিম খাচ্ছে। এক কথায় আমার সেখানে পড়া একদমই সম্ভব না। 

পড়াশুনা বন্ধের পর আমি বাড়ী যাই নি, আমি বিশ্বাস করি একটা নাহ একটা বাবস্তা হবেই। আমি এখন স্বপ্নে(মেগা শপে) চাকরি করছি।আশা করি আমি আমার খরচ চালাতে পারব। কিন্তু আমার পড়াশুনা বন্ধও। আমি চাই টা শুরু করতে। 

আমাকে সাহায্য করুন এই তথ্য দিয়ে, কথায় আমি বিনা খরচে অথবা কম খরচে পড়াশুনা করতে পারবো। আমি কি স্নাতকে ভর্তি হতে পারবো, (আমার এইচ এস সি ২০১৪ সালে)।

আমার বড় হয়ে নতুন কিছু করার ইচ্ছে। আমি কিসে আমার নিজেকে স্থাপন করতে পারব।আমার কিছু প্রথিভা আছে।আমি ভালো ছবি আকতে পারি,আমি ভালো লিখতে পারি আর আমি ভালো গবেষণা করতে পারি।

আমাকে সাহায্য করুন, আমি থেমে থাকতে চাই নাহ, আমি সময়ের মূল্য এখন ভালোই বুঝি।

0 likes | 2585 views

এস এস সি তে ৪.৫০ এবং এইচ এস সি তে ৪.২৫ পয়েন্ট দিয়ে কি কোন বাহিনীতে অফিসার পদে আবেদন করা যাবে?

0 likes | 3574 views

সাইকোলজি ও ইসলাম সম্পর্কিত?

ইসলাম অর্থ শান্তি আর নিজের সব কিছুকে মহান আল্লাহর নিকট সমর্পণ করা। আমি মুসলিম পরিবারের সন্তান। বাবার সাথে সাথে ধর্মটিকে আস্তে আস্তে জানতে শিখি। ইদানিং যখন বুঝতে শিখেছি অনেক কিছু তখন ধর্ম জিনিসটি মাথায় ভালো করে আসতে শুরু করে। আমার জীবনটা অনেকটা অলৌকিক বলা চলে। আমারর বয়স যখন ১৫-১৬ বছর মনে একটাই প্রশ্ন জাগতো, আমি কাকে সিজদা করছি। আল্লাহকে..... তাকে আমি দেখিনা তবুও। হঠাৎ মসজিদের ইমাম সাহেবের একটি কথা আমার কানে লাগে। তার কথাটি এমন ''তোমরা আল্লাকে নিয়ে ভেবো না, তার সৃষ্টি নিয়ে ভাবো'' এরপর আমি যাই দেখি তাই বিঙ্গান দিয়ে ভাবা শুরু করি। এক সময় বিঙ্গান সেখানে সমাপ্ত হয়। তখন আল্লার অস্তিত্ব পেতে শুরু করি। এরপর আমি সবখানে তার অস্তিত্ব পাই। কিন্তু এমন ভাবে চিন্তা করতে করতে অনেক গভিরে আমি চলে যাই, তবে বিপত্তিটা ঘটে আমার পরিবেশ নিয়ে। আমার পরিবেশ আমার এ পরিবর্তন নিয়ে উল্টা পাল্টা কথা শুরু করে। আমি নাকি সাইকো হয়ে গেছি। আমি পিছিয়ে পড়ি সবখানে। তবে আমি জানি আমি ভুল না। খটকাটা এমন যে মাঝে মাঝে মনে হয়, আমি কী সত্তি সাইকোলোজি প্রবলেমে ভুগছি না আমি ঠিক আছি। আবার আমি শুধু চিন্তাই করছি। আবার কুরআনের আয়াতের মাধ্যমে অনেক নতুন কিছু পাচ্ছি। যা নাস্তিকরা বুঝলে আস্তিক হওয়ার জন্য উঠি পড়ি লাগতো। আমার বাহ্যিক চিন্তায় মন বসছে না কিন্তু আমি জানি, তাও অতীবও জরুরী। যদি কেউ আমাকে বলতে পাড়েন আমার কী করা উচিত তবে আল্লার নিকট আপনার জন্য দোআ করতাম। 0 likes | 3055 views

মহানবী (সাঃ) কে স্বপ্নে দেখা প্রসঙ্গে?

 নাম বলছি না, সে পাপী ও খারাপ ব্যাক্তি। তার চোখে সে অধম। তবে সে যখন সে নবম শ্রেনীর ছাত্র, সে আল্লাহর কাছে চাইতে থাকে, সে জেনো মহানবীকে স্বপ্নে দেখে।  এরপর ৩ বছর চলে যায়। সে আর পাপে লিপ্ত হয়। যা জেনা অথবা তার থেকেও নিকৃষ্ট। হঠাৎ সে সপ্নে সে নবিজীকে দেখে। তখনো সে এক মেয়ে সাথে প্রেম করছিল। মেয়েটা তাকে ধোকা দেয়।  এবং সে অপরাদ বোধে ভুগতে শুরু করে। তার সেই স্বপ্নের কথা মনে পড়ে। 
স্বপ্নও টা ছিল এমন যে, দুই জন আরবের পোশাক পড়া ব্যাক্তি। দুজনের চেহারাই আলোকিত। ডান পাশের ব্যাক্তি বাম পাশের ব্যাক্তিকে বলছেন, ইনি আমাদের মহানবী। কিন্তু যখন নবীজিকে দেখতে চাইলো,  সে আবছা আবছা দেখতে পেলো। যদিও তিনি ছিলেন ভীষণ উজ্জল। 

এর দ্বারা সে কী বুঝবে। ইসলাম ধর্ম মতে শয়তান নবীর রুপ নিতে পাড়েনা। আর নবিজীকে যে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু যে স্বপ্ন দেখেছে সে ভালো লোক না। সে আজও নামায ঠিক মতো পড়ে না। 
তার কি করা দরকার। তার বর্তমান বয়স বিশ বছর। আর নবীজিকে দেখলে তা কী মানুষকে বলা যাবে।

যদি কেউ বলতে পাড়েন বলুন, অনেক উপকার হয়। 

0 likes | 6108 views