মিরাজআর্নব

মিরাজআর্নব

মিরাজআর্নব

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 29.01k বার দেখা হয়েছে | এই মাসে 29.01k বার
6 টি প্রশ্ন দেখা হয়েছে 5.87k বার
4 টি উত্তর দেখা হয়েছে 23.14k বার
0 টি ব্লগ | 2 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

লিঙ্গেে এইটা হওয়ার কারন কি?

প্রায় ১বছর আগে বন্ধুদের পাল্লায় পরে এক যৌনকর্মীর সাথে প্রটেকশন ছারা যৌনমিলন করেছিলাম ,  খএব সম্ভবত তারপর থেকেই আমার লিঙ্গের অন্ডকোষেেের থলিতে আচিলের মতো ছোট গোটা উঠে যা এখান  ভালো হচ্ছে না, এই সমস্যার জন্য আমি লজ্জায় কোন চিকিৎসকের বা কাছের কারও পরামর্শ নেই নি। আজকে গুগলে সার্চ করে দেখলাম এই সমস্যার জন্য না কি ক্যান্সারও হয়, এখন খুব টেনশন হচ্ছে।  এই অবস্থায় আমার করনী কি বললে উপকৃত হতাম               

0 likes | 3003 views

মোবাইল সবসময় ব্যাস্ত বলার করার কারন?

মোবাইলে(WALTON MM21, button phone)   কল করলে সবসময়ই ব্যাস্ত বলে যাচ্ছে, সিম অন্য মোবাইলে নিলে সেই মোবাইলে ঠিকই কল যাচ্ছে,  সেই থেকে বোঝাযায় যে মোবাইলে কোন প্রবলেম, আমার ধারণাহচ্ছিলো যে Call barring সার্ভিস থেকে এমন হচ্ছে সেইটা বন্ধ করলে ঠিক হয়ে যাবে,  কিন্তু বন্ধ করার যন্য যেই কোড প্রয়োজন সেইটা আমার জানা নাই। রিয়েস্টার করতেও পারছি না কোড না থাকায়। এখন কি করে এই সমস্যা সমাধান করা সম্ভব জানালে খুব উপকৃত হবো।    

0 likes | 2743 views

মোবাইল সবসময় ব্যাস্ত বলার করার কারন?

মোবাইলে(WALTON MM21, button phone)   কল করলে সবসময়ই ব্যাস্ত বলে যাচ্ছে, সিম অন্য মোবাইলে নিলে সেই মোবাইলে ঠিকই কল যাচ্ছে,  সেই থেকে বোঝাযায় যে মোবাইলে কোন প্রবলেম, আমার ধারণাহচ্ছিলো যে Call barring সার্ভিস থেকে এমন হচ্ছে সেইটা বন্ধ করলে ঠিক হয়ে যাবে,  কিন্তু বন্ধ করার যন্য যেই কোড প্রয়োজন সেইটা আমার জানা নাই। রিয়েস্টার করতেও পারছি না কোড না থাকায়। এখন কি করে এই সমস্যা সমাধান করা সম্ভব জানালে খুব উপকৃত হবো।    

0 likes | 2743 views

যারা ২০১৯ সালে ভোটার নিবন্ধন করেছে এবং আঠারো বছর পূর্ণ হয়েছে তারা কি এখন অনলাইনে আইডি কার্ড পাবে?

0 likes | 2656 views

বিস ফোরা নিয়ে সমস্যা?

আমার তল পেটের নিচনে একটি ফোরা উঠেছিল,  পেন্ট পরে থাকায় বেল্টের সাথে সবসময় নারাচারা পরে, তাই পুরোপুরি না পাকতে পোরাটা ফেটে যায়, পরবর্তীতে আমি হাত দিয়ে পুচ বের করি, তার পরেও কিছু অংশ শক্ত হয়ে থাকে আমার ধারনা ছিল বাকি শক্ত অংশটুকু পেকে যাবে দ্যান আমি পুচ বের করে নিব,  এখন ফোরার উপরটা শুকিয়ে গেছে আর ঐ যায়গাটা শক্ত হয়েই আছে। তার পর পাশাপাশি আরেকটা ফোরা উঠেছে, একই যায়গায় হওয়ায় এই পোরাটাও পুরোপুরি না পাকতে বেল্টের সাথে ফেটে যায় এবং আগেরটার মতোই অবস্হা হয়। এখন তার পাশ দিয়ে আবার  আরেকটা হচ্ছে এবং ব্যাথা হ।  এই অবস্হায় আমি  খুব টেনশনে পরে  গেছি,  কি করবো বুঝতে পারছি না। কেউ জানালে খুবই উপকৃত হবো। 

0 likes | 2912 views

সমস্যাটা খুব অসস্তিকর তাই জরুরী উত্তর আসা করছি?

আমার লিঙ্গের মাথায় ও থলিতে ছোট ছোট গোটা উঠেছে যাতে প্রচন্ড চুলকা,  যার কারনে রাতে ঠিকভাবে ঘুমাতেও পারি না। এই অবস্হায় কি করা উচিত এবং সমস্যাটা কেন হইছে ও এইটা কে কি  বলা হয়?  জানালে খুব উপকৃত হবো।  

0 likes | 2617 views

বনভোজন শব্দের অর্থ কী?

0 likes | 4216 views

ইতিহাস সাবজেক্ট ভর্তি বাতিল?

আমি ভোলা জেলার ভোলা সরকারি কলেজে  ইতিহাস নিয়ে ভর্তি হয়ে গেছি, ইতিহাস আামার ২য় চয়েজ ছিল। এখন আমি এই সাবজেক্ট নিয়ে ভর্তি বাতিল করে আবার পুনরায় অন্য সাবজেক্টিভ নিয়ে ভর্তি হতে চাই। আমি কি অন্য সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারবো? 0 likes | 1655 views

এশার নামাজ কত রাকাত ও কি কি?

কেও কেও বলে ১৫ রাকাত আবার কেও বলে ১৭ এখন সহিহ হাদিস কোনটা?

2 likes | 119971 views