মাহিখান

মাহিখান

মাহিখান

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 6.75k বার দেখা হয়েছে | এই মাসে 6.75k বার
5 টি প্রশ্ন দেখা হয়েছে 5.44k বার
1 টি উত্তর দেখা হয়েছে 1.31k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

ব্রনের জন্যে ভাল কয়েকজন ডাক্তার রেফার করুন?

আমার বোনের ব্রনের অনেক সমস্যা। ঢাকার মধ্যে মহিলা ডাক্তার দেখাতে চাই। প্লিজ নাম ঠিকানা ভিজিট সহ জানা থাকলে বলবেন প্লিজ। খুব আর্জেন্ট। 0 likes | 2572 views

আমার জীবনটা কি সব দিক থেকে এভাবে শেষ হয়ে যাবে, আমি এখন কী করব?

আমি ছেলে। বয়স ১৮। এইচএসসি দিয়েছি এইবার। তার সাথে আমার ২ বছরের সম্পর্ক। সে আমার সহপাঠী। কিন্তু এক ই কলেজের না। শুরু থেকেই সম্পর্কেই সবার থেকে বেশি প্রাধান্য দিয়ে আসতেছি আমি। কিন্তু সে আমাকে আজ পর্যন্ত অনেক মিথ্যা বলছে। সম্পর্কের গুরত্ত টা শুরুতে ভালো থাকলেও এখন খুবই কম। কিছুদিন আগে এমন ও বলেছে যে, "আমি আমার মত চলমু, যা ইচ্ছা করমু। তুমি থাকলে থাকো, নইলে যাও গা।", "কী যোগ্যতা আছে তোমার? কোন জোরের কারণে আমার উপর দিয়ে কথা বলো? চেহারা, টাকা-পয়সা, পড়াশুনা কী আছে? আমার সাথে থাকতে চাইলে আমার উপর দিয়ে কথা বলতে পারবা না। আমার সকল সিদ্ধান্ত মেনে নিবা... ইত্যাদি" আমি শুধু তাকে বলেছিলাম পর্দায় থাকতে, ছেলেদের থেকে দূরে থাকতে, নিজেকে লুকি রাখতে। সে চায়, নিজেকে এক্সপ্রেস করতে সবার সামনে। তাদের পরিবার নাকি পর্দা করলে গাইয়া হয়ে যায়।


আমাদের পরিবার তাদের মত ধনী না। মধ্যবিত্ত এর মত বা তারও কম। ক্লাস ১ থেকে ১০ পর্যন্ত ও ভালো ছাত্র ছিলাম। রোল ১,২,৩ এর মধ্যেই থাকতো। কলেজে এসে সম্পর্ক হয়। আমার পড়াশোনার ক্ষতিও হয়। যেমনঃ আমার ইন্টারে ফেলও আসতে পারে। কিন্তু কথা সেটা না। আমি সবার আগে তাকে প্রাধান্য দিতাম। সে প্রথম দিকে অনেক গুরুত্ত দিত। পরে যখন বুঝেছি যে, আমাদের মানসিকতা আলাদা। আমি বুঝিয়ে বলেছিলাম, আমাদের সামনে যাওয়া ঠিক হবে না। সে বলেছে, সে আমাকে ছাড়া থাকতে পারবেনা। তারপর আমিও আগাই...


আমি তাকে অন্ধবিশ্বাস করতাম। সে এই বিশ্বাস নস্ট করেছে। তবুও আমি তাকে সুযোগ দিয়ে থেকেছি। কারন তাকে ছাড়া আমি থাকতে পারিনা। এই দুর্বলতা টা হয়ত বুঝে গিয়েছিলো। আমি আবিষ্কার করি যে সে আমাকে আগে বেশ কয়েকটা বিষয়ে মিথ্যা বলেছে, কথা লুকিয়েছে। আমি এগুলা মাফ করে সুযোগ দিয়েও তার সাথেই আছি। তাকে ছাড়তে পারিনা দেখে।


কিছুদুন আগে সে উপরের নীললেখা গুলার কথাগুলা বলার পর, আমি আর কিছু বলিনাই। পরে সে সরি বলছে, আর বলছে, এমন আর বলবে না।  ২-১ দিন ধরে সে বলতাছে, মা-বাবার বিরুদ্ধে গিয়ে সে আমাকে বিয়ে করতে পারবে না। আমি যদি তাদের রাজি করাতে পারি, তবেই সম্ভব। এছাড়া সে আর কিছু করতে পারবেনা। আমি তাকে জিজ্ঞেস করেছি যে, যেকোনো মূল্যে আমি তোমাকে চাই। তুমি আমাকে চাও কিনা যেকোনো মূল্যে? মা-বাবা কে রাজি করানোর ক্ষমতা আছে কিনা তোমার বা তারা রাজি না হলে, তাদের বিপক্ষে যাইতে পারবা কিনা আমার জন্য? 

সে বলছে, "না"


এতদিনে সে এই কথা কেন বলে? যদি আমার জন্য কিছু করার ই না থাকে রিলেশন কেন করছে? আমার জীবন নিয়ে খেলার জন্য? আমি তাকে ছাড়া থাকতে পারি না, সেই সুযোগ এর সৎ ব্যবহার এর জন্য?


এখন আমি কী করব? কিছুদিন পর হসচ রেজাল্ট দিবে, পাস না ফেল, তার ই ঠিক নাই। আমি জানি, রিলেশন না করলে আমার ইঞ্জিনিয়ার হউয়ার স্বপ্ন ভাংত না। ফেল করমু এমন চিন্তাও মাথায় আসতো না। তার অনেক বিষয় আমি মানতে বাধ্য হয়ছি, যেগুলা আমি মরে গেলেও মানতাম না। বন্ধুদের থেকে, মাবাবার থেকেও বেশি প্রায়োরিটি দিছি। দিনের সবটা সময় তাকেই দিছি। কোনো দিন একবারের বেশি দুইবার আমাকে ফোন দিতে হয় নাই। মেসেজ দিয়ে ২মিনিট তার অপেক্ষা করতে হয়েছে কিনা সন্দেহ। সে যাতে মেসেজ দিয়ে অপেক্ষা না করে, চিন্তা না করে, তার জন্য গোসল করতে গেলেও ফোন সাথে নিয়ে যাই আমি। আমার কোনো ভুল সে আজ পর্যন্ত ধরতে পারে নাই, কোনো মিথ্যা বলিনাই আমি, কথা ভঙ্গ করি নাই, অন্য মেয়ের প্রতি আগ্রহ দেখানোর মতো কাজ তো জিবনেও করি নাই। 


যার জন্য এত কিছু, সে এখন এগুলা বললে আমি কী করব??? আমার জীবনটা কি সব দিক থেকে এভাবে শেষ হয়ে যাবে? আমি কি ঝুলে থাকবো তার এইরকম কথার কাছে?

0 likes | 2920 views

যারা মজা করতে ভালবাসে তারাই এই প্রশ্ন দেখবেন?

আমরা মেসে প্রায় পিকনিক করি।তাই ভাবছি প্রতিদিনের পিকনিক সরনীয় করে রাখার জন্যে সৃতি হিসেবে রাখার জন্যে ফেসবুকে একটা আমাদের গ্রুপ খুলতে চাই।কিন্তু বুঝতে পারছি না কি নাম দিয়ে খুলবো গ্রুপটা।তাই যদি আপনারা কেউ বলেন কি নামে গ্রুপ খোলা যায় তাহলে খুশি হতাম।


কোনো ভূল হলে ক্ষমা করবেন।

0 likes | 2960 views

বোনকে কোন উপন্যাসের বই উপহার দেওয়া যাবে?

আমার বোন একাদশ শ্রেণীতে পড়ে।আমি তাকে একটা ভাল উপন্যাসের বই দিতে চাই।তাই প্লিজ সাজেস্ট করেন কোন উপন্যাসের বই দেওয়া যাবে।অবশ্যই শিক্ষণীয় উপন্যাস হতে হবে।

0 likes | 3141 views

ছোট বোনের জন্যে উপিযুক্ত উপহার কি হতে পারে?

আমি আমার ছোট বোন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে।আমি বিশেষ কোনো উপলক্ষ না এমনিতেই তাকে কিছু গিপ্ট দিতে চাই।তবে পোশাক এসব না।ঘড়ি আংটি এসব সিম্পলের মধ্যে।তাই কি দিলে বেশি ভাল হবে প্লিজ জানাবেন।


সাথে একটি বই দিতে চাই।তাই কোন লেখকের কি বই দেওয়া ভাল হবে যদি বলতেন খুব খুশি হবো।


আজকের মধ্যেই আমায় আমার বোনের জন্যে গিপ্ট কেনা লাগবে তাই যদি পারেন আজকে রাত ৮ টার মধ্যেই জানাবেন।


ভাল পরামর্শই আপিনাদের থেকে আশা করি।প্লিজ কালকের মধ্যে জানাবেন।

0 likes | 3527 views

ছোট বোন কে কি উপহার দেওয়া যায়?

আমি আমার ছোট বোন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে।আমি বিশেষ কোনো উপলক্ষ না এমনিতেই তাকে কিছু গিপ্ট দিতে চাই।তবে পোশাক এসব না।ঘড়ি আংটি এসব সিম্পলের মধ্যে।তাই কি দিলে বেশি ভাল হবে প্লিজ জানাবেন।


সাথে একটি বই দিতে চাই।তাই কোন লেখকের কি বই দেওয়া ভাল হবে যদি বলতেন খুব খুশি হবো।


আজকের মধ্যেই আমায় আমার বোনের জন্যে গিপ্ট কেনা লাগবে তাই যদি পারেন আজকে রাত ৮ টার মধ্যেই জানাবেন।


ভাল পরামর্শই আপিনাদের থেকে আশা করি।প্লিজ কালকের মধ্যে জানাবেন।

0 likes | 1764 views