বিষয়পাল

বিষয়পাল

বিষয়পাল

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 7.89k বার দেখা হয়েছে | এই মাসে 7.89k বার
2 টি প্রশ্ন দেখা হয়েছে 1.36k বার
5 টি উত্তর দেখা হয়েছে 6.53k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

আমার একটা মানসিক সমস্যা আছে, আমার সব সময় নেগেটিভ জিনিস গুলো নিয়ে চিন্তা ভাবনা আসে, আর আমার নিজের উপর বিশ্বাস নাই, আমি কোন একটা খারাপ কাজ করি নাই তবু ও আমার কাছে মনে আমি কাজটি করেছি, এই মানসিক সমস্যা থেকে মুক্তির উপায় কি?

0 likes | 2783 views

cc camera setting জানলে বলুন?

ans first 0 likes | 1730 views

কিছুদিন আগে আমার মুখে দুর্ঘটনা ঘটে ,,,যার কারণে আমার মুখের অনেকটা জায়গা জুড়ে ছিলে যায় এবং এখন সেখানে কালো দাগ হয়ে গেছে ,,,খুব তাড়াতাড়ি এই দাগ তোলার কোনো উপায় আছে।।।।plzzzz বলুন?

image

0 likes | 3458 views

আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ২য় বর্ষের ছাত্র - আমি ভবিষ্যতে কি হতে পারবো?

আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ২য় বর্ষের ছাত্র - আমি ভবিষ্যতে কি হতে পারবো ? 0 likes | 3028 views

অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্ট। গর্ভপাত ব্যাতিত অন্য কোনো উপায় আছে কি?

খুব চিন্তাই আছি।তাড়াতাড়ি একটা সলিউশ্যান দেন প্লিজ। লিংগ:মহিলা বয়স:১৮ উচ্চতা:৪ ফিট৭ইঞ্চি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি।আমার একটা ছোট ভাই আছে।ক্লাস নাইনে পড়ে। বয়স ১৫। যে ঘটনার ব্যাপারে হেল্প দরকার সেটা ঘটেছিল ৯-৬-২০১৬ তারিখে।বলতে খুবই লজ্জা লাগছে যে, আমি অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ি এবং আমার ছোট ভাইয়ের সাথে শারীরিক ভাবে মিলিত হয়ে পরি। মিলনের আগের দিন আমার মাসিক গিয়েছে।আমি ভেবে ছিলাম তাই কোনো সমস্যা হবে না।সে জন্য আমি কোনো ইমার্জেন্সী ব্যাবস্থা নেই নি।কিন্ত প্রথম মাসে মাসিক হয়নি এমনকি দিতীয় মাসেও না।আমি তেমন কিছু চিন্তা করি নি।কারন আমার আগেও এ রকম একটা সমস্যা ছিল।তৃতীয় মাসেও মাসিক হয়না।আর তখন আমার মাথায় ঘুর ঘুর লাগছিল।আর পেট টাও ফোলা ফোলা লাগছিল।তলপেট এ চাপ দিলে শক্ত কিছু অনুভব হত।তখন আমার হাল্কা হালকা সন্দেহ লাগে।এবং আমি একটা প্রেগনেন্সি টেস্ট নেই।এবং রেজাল্ট পজিটিভ আসে।আমার মনে হচ্ছিল মাথায় যেন আকাশ ভেঙে পরল।আমি তাড়াতাড়ি একজন গাইনি ডাক্টারের সাথে এবরশন করানোর জন্য কথা বলি।কিন্ত এতোমধ্যেই নাকি পেটের বেবির বয়স ৪মাস হয়ে গেছে।এখন এবরশন করানো সম্ভব না।আর আমার কোনো বয়ফ্রেন্ড ও নাই যে তার উপর দোষ চাপিয়ে দিব।এখন আমি বুঝতেছি না।আব্বু আম্মুকে কি বোঝাব।আর আমিই বা কি করব।তাড়াতাড়ি কোনো সমাধান থাকলে জানান। উল্লেখ্য যে,আমি ৯-৬-১৬ এর পরে আরো তিন বার আমার ভাইয়ের সাথেই মিলন করেচি।কিন্ত পরবর্তী সব বারেই আমরা কনডম ব্যাবহার করেছি।আর এখানে আমার ভাইয়ের কোনো দোষ ছিল না।আমিই অকে দিয়ে জোর করেছিলাম।খুব চিন্তাই আছি তাড়াতাড়ি কোনো সমাধান দেন। 0 likes | 2917 views

এস এস সি ২০১৭?

২০১৭ সালের জন্য কি কি paragraph,Composition,Story ইত্যাদি কোন গুলু আছে কি করে বুঝবো স্যার রা তো কোন সিলেবাস দেয় নায় এক এক সময় তাদের যেটা মনে ওঠছে ওইটাই পড়াইছে কিন্তু সিলেবাস না থাকায় বুঝতে পারছি না কোনটা বেশি পড়া দরকার আর কোনটি না বোর্ড থেকে কি ssc ইর জন্য কোন সিলেবাস দেয় নায়? আমি বরিশাল বোর্ড থেকে পরিক্ষা দিবো এখন কি করে মুখস্থ বিষয়ক পড়া গুলো পড়বো বাংলা ২,ইরেজি ১ম, ও ২য় এর এর জন্য সিলেবাস কোথায় পাবো যে এইগুলো আছে তবে test এর জন্য একটা সিলেবাস ছিল তা তো অল্প কিছু করে দেওয়া ছিল তবে এখন তো কচিং স্যার রা এর বাহিরে পারাছেন যার কারনে নিজে অতিরিক্ত পরতে পারছি না সুধু তা্রা যেগুলা দেয় তাই পড়তে হয় সিলেবাস থাকলে কিভাবে পাবো না থাকলে কেমন করে বুঝবো কোন গুলোর মধ্য থেকে আসবে 0 likes | 2745 views

www এটা ব্যবহার করি?

www.কি 0 likes | 2840 views