বাঁধনরায়

বাঁধনরায়

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

বাঁধনরায়

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 136 বার দেখা হয়েছে | এই মাসে 136 বার
1 টি প্রশ্ন দেখা হয়েছে 136 বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

ঈশ্বর,ধর্ম, ভুত, মানুষ, এলিয়েন, বিশ্বব্রহ্মাণ্ড ও মানুষের স্বপ্ন এই বিষয়ে অদ্ভুত অনুভূতি কেনো হয়?

ঈশ্বর,ধর্ম, ভুত ও মানুষ বিষয়ে অদ্ভুত অনুভূতি কেনো হয়?

উপরোক্ত প্রশ্নটি আমার জীবনে অন্যরকম  কিছু প্রশ্নের দাড় করিয়েছে। যা আমি প্রতিদিন অদ্ভুত ভাবে ভেবে থাকি । কেউ যদি এর উপযুক্ত উত্তর দিতে পারেন, তবে আমি কৃতজ্ঞ থাকব তার কাছে ।

১. আল্লাহ্ বা ঈশ্বর : আমরা এই দুটি শব্দে একজন নিরাকার কোনো ব্যক্তিকে ভেবে থাকি । তিনি কোথাও না কোথাও বসে আছেন । তিনি সব দেখেন, তিনি সব বুঝেন । তিনি সর্বত্র বিরাজমান । আসলে তিনি কে? আমরা ওনাকে কোনো দিন দেখি নি, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি । তিনি মানুষের বিশ্বাসের উপর বসে আছেন । এমনকি আমারও । 

কিন্তু প্রশ্ন হচ্ছে এই, তিনি কেনো মানুষে মানুষে ভেদাভেদ করলেন ? 

আর এর উত্তর যদি হয় পৃথিবীর প্রলয় বা লীলা করার জন্য ,তবে তিনি কেনো মানুষে মানুষে ভেদাভেদ করলেন ? 

প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে বললাম, আসা করি উত্তরটি কেউ নিজে বুঝে আমাকে বুঝিয়ে বলবেন ।

২. ধর্ম : এই ধর্মটা আমার কাছে এক রহস্যের উন্মোচন করেছে । মানুষ সৃষ্টির সেরা জীব, তাই আমি মেনে নিলাম মানুষের ধর্ম থাকাই স্বাভাবিক । অন্য কোনো প্রাণীর থাকা স্বাভাবিক নয় । 

কিন্তু ধর্ম  কেনো আবার মানুষে মানুষে ভেদাভেদ? 

এটাও মেনে নিলাম ধর্ম ইতিহাসের কালচক্রে আলাদা আলাদা হয়ে গেছে ।  কিন্তু আসল কথা হচ্ছে এই ধর্ম কে সৃষ্টি করলো?

আর ধর্ম গ্রন্থ গুলোই কেন আলাদা হলো? উত্তরে হয়তো সবাই এটাই বলবেন , এসব আল্লাহ্ বা ঈশ্বর  সৃষ্টি করেছেন । আমার প্রশ্ন ওখানে না, প্রশ্ন এখানে -পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে গেলে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন নিয়ম । আর ইতিহাসের পাতায় পৃথিবীতে সেই সব সময়ে মানুষের জনসংখ্যা কম ছিল, যখন ধর্ম এসেছিল । তাই প্রশ্ন হচ্ছে - পৃথিবীর বৈশ্বিক কোনো পরিবেশের মাধ্যমে মানুষ এই ধর্মের নিয়ম নীতি কি অনুসরণ করেন? আর আল্লাহ বা ঈশ্বর প্রদত্ত্ব বিষয় টি মানুষেরই কি কোনো সৃষ্টি ? আসা করি  উত্তর বুঝিয়ে বলবেন ।

৩. ভুত: এটা মানুষের ভয়ের দিক । আবার  কেউ কেউ এটাকে বিশ্বাস করেন না । আমার প্রশ্ন হচ্ছে - এই ভুত বিষয়টা মানুষের মধ্যে ছড়ালো কে? 

উত্তরটা যদি এরকম হয় - আগেকার সময়ে দাদু দিদাদের মুখে গল্প শুনে শুনে সবার মাঝে ভুত ছড়িয়ে পড়েছে, না ঘুমানো বাচ্চাটিকে ঘুম পাড়ানোর জন্য ।  সেটা হোক আপনি আমি সবাই বা হোক আমাদের পূর্ব পুরুষেরা । কিন্তু আমি বিশ্বাস করি আবার করিও না। আসলে বিষয়টি নিশ্চিত না।  মানুষ থেকে বের হয়ে যাওয়া আত্মা,মানুষকেই ভয় দেখানো ।

তাই প্রশ্ন এই -ভুত কি? এটার ব্যাখ্যা মূলক উত্তর চাই ।

৪. মানুষ: মানুষ সৃষ্টির সেরা জীব ।  সৃষ্টিকর্তার সৃষ্ট জীব মানুষ । কিন্তু এক পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ কেন? বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকম,ভাষাও আলাদা । আচ্ছা মানুষ যদি বানর থেকে এসে থাকে তবে সব বানর মানুষ হলো না কেনো? আচ্ছা বানর থেকে মানুষ যদিও আসে তবে দেখতে সবাই এক হলো না কেনো? গায়ের রং, আকৃতি আলাদা হলো কেনো?

এই প্রশ্নের উত্তর চাই?


0 likes | 1751 views