দার্শনিকব্যাচেলর

দার্শনিকব্যাচেলর

দার্শনিকব্যাচেলর

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 22.92k বার দেখা হয়েছে | এই মাসে 22.92k বার
6 টি প্রশ্ন দেখা হয়েছে 11.36k বার
6 টি উত্তর দেখা হয়েছে 11.57k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

আমি দেখতে কালো এবং গরীবের ছেলে , আমাকে কোনো দিন কোন মেয়ে প্রোপস কিংবা ভালোবাসি নি । কিন্তু আমার অনেক মেয়েই কে ভালোলাগে এবং পছন্দ করি । কাউকে যদি সাহস করে প্রোপস করি , তাহলে মনে হয় না যে কোন মেয়ে আমাকে ভালোবাসবে । এখন আমি কি করবো?

আমি দেখতে কালো এবং গরীবের ছেলে , আমাকে কোনো দিন কোন মেয়ে প্রোপস কিংবা ভালোবাসি নি । কিন্তু আমার অনেক মেয়েই কে ভালোলাগে এবং পছন্দ করি । কাউকে যদি সাহস করে প্রোপস করি , তাহলে মনে হয় না যে কোন মেয়ে আমাকে ভালোবাসবে । এখন আমি কি করবো ? 0 likes | 5843 views

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইস, এস, সিতে কত শিক্ষাবর্ষ পড়তে হয় এবং কোন কোন বিষয় থাকে?

এখানকার শিক্ষার মানের চেয়ে কি জেনারেল শিক্ষার মান বেশি? 0 likes | 3059 views

আমার ফোন এর ইউ সি ব্রাউজার দিয়ে বিস্ময়.কম এ ঢুকতে পারছি না। কি করা যায়?

ans.bissoy.com দিলে তার আগে m. চলে আসতেছে এবং পেজ এ কিছু দেখাচ্ছে না। আমি মাঝে মাঝে অপেরা মিনিতে লগ ইন করি। 0 likes | 2794 views

২২ বছরের পর উচ্চতা বৃদ্ধির জন্য কি ধরনের ব্যয়াম করতে হয় বাংলাদেশে এই ধরনের কোন প্রতিষ্ঠান আছে কি থাকলে কোথায় কোথায় সেগুলি পরিচালিত হয় বলবেন?

0 likes | 2836 views

কিভাবে এই পরিস্থিতি থেকে নিজেকে বাচাবো?

জীবন বড়ই অদ্ভুত। কিছু কিছু মানুষ পরিস্থিতির স্বীকার হয়ে নিজেকে গুটিয়ে রাখে। আমি তাদের মধ্য একজন। ২০০৮ সালে এস,এস,সি পরিক্ষায় প্রস্তুতি নিয়েছিলাম এবং পরিক্ষাও দিয়েছিলাম। কিন্তু বিজ্ঞান বিভাগে ২.৭৫ গ্রেডটা খুবই নিচুমানের। ইমপ্রুভমেন্ট দিয়েছি পরের বছরই। এ+ পাওয়ার আশায় পরিক্ষা দিয়ে ৩.৬৯ রেজাল্টাও যাচ্ছেতাই। আসলে আমার ইচ্ছাশক্তি কখনো ইতিবাচক ছিল না। আর ঐ সময়টা থেকে আমার মনের ভাঙন শুরু হয়। ২০০৯ এ সাইন্স নিয়ে এইস, এস,সি তে ভর্তি হই। ২০১১ সালে পরিক্ষা খারাপ হওয়াতে পরিক্ষা দেয়া বন্ধ করে দিই। ২০১২ সালে একই অবস্থা। ২০১৩ সালে বসন্ত রোগে আক্রান্ত হয়ে আর পরিক্ষা দিতে পারিনি। নিজেকে তখন পরিবারের কাছে বোঝা মনে হত। নিজে নিজে ইনকাম করে পরবর্তীতে পড়াশুনার কধা চিন্তা করি কিন্তু ক্লিক নামের ভাঁওতাবাজ সাইটগুলোর কাছে প্রায় ৫০,০০০ টাকা ধরা খাই। টাকাগুলো ইন্টারেস্ট এর বিনিময়ে একজনের কাছ থেকে নিই। আস্তে আস্তে আমার মানসিকতা আরও খারাপরহতে ধাকে। নিজের ভালমন্দ বোঝার ক্ষমতা ছিল না। যাইহোক তারপর ২০১৪ এর মাঝামাঝিতে ফরেক্সে যোগ দিই। কিছুদিন মনোযোগ দিয়ে শেখার পর কি যেন একটা মিস করি। পড়াশোনা আমার রক্তে মিশে আছে তাই শুধু ফরেক্স শিখে মনে শান্তি পাচ্ছিলামনা। ফরে্ক্স শেখার ১ টা বছর আমি বাইরে কাটাই। এর মধ্য অনেক চেষ্ঠা করেছি পুনরায় পড়াশোনা শুরু করার কিন্তু কোন কূল কিনারা খুজে পাচ্ছিলামনা। পারিপাশ্বিক জড়তা আমাকে সবসময় আটকে রাখে। কারন ফ্যামিলি, আত্নীয় ও বন্ধুবান্ধবদের ম্যানেজ করে বলেছিলাম আমি এইস,এস,সি পাশ করে একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছি। আমার ফ্যামিলিকে একটু শান্তির নিশ্বাস দেওয়ার জন্য আমাকে এই পথ বেছে নিতে হয়। যাইহোক ফরেক্সে ভাল করাই একটা ব্রোকার আমাকে কিছু ডলার দেয় ট্রেড করার জন্য । আশা ছিল এর মাধ্যমে ইনকাম শুরু করার। কিন্তু দৌর্ভাগ্য আমার ল্যপটপটি চুরি হয়ে যায় , সাথে সাথে স্বপ্নও। নিজেকে এখন মরা মরা লাগে। জীবনটাকে নতুন করে শুরু করতে চাই। আমার জন্য ২০১৬ তে প্রাইভেট ভাবে এইস,এস,সি পরিক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু পড়তে হবে মানবিক অথবা বানিজ্য বিভাগে। কিন্তু এই শেষবেলায় আমার মনের খোরাক মেটাতে মরিয়া হয়ে উঠেছি আমি। সেটা হল ইন্জিনিয়ারিং পড়ার প্রবল ই্চ্ছা। এইস,এস,সি পাশ করে বি,এস,সি পড়তে চাই। পাশাপাশি নতুন করে ফরেক্স শুরু করতে চাই। আমার জীবনের গতিপথ পাল্টাতে আপনার ইতিবাচক ও গঠনমুলক উপদেশ ই আমার প্রত্যাশা।। 0 likes | 4788 views

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কি HSC সায়েন্স বিভাগে পড়া যায়?

আমি ২০০৯ সালে SSC পাস করেছি। 0 likes | 2647 views

ফরেক্স শিখব কিভাবে আর ফরেক্স থেকে মাসে 3000 থেকে 4000 টাকা আয় করা কি সম্ভব যদি সম্ভব হয় তাহলে মাসে 3000/4000 টাকা আয় করতে কত টাকা নিয়ে প্রস্তুত হতে হবে প্লিজ সঠিক উত্তর দিবেন?

0 likes | 3420 views

ছেলেদের জন্য সব থেকে ভাল Sun protection ক্রিম কোনটি?

0 likes | 4131 views

আমার গায়ের রং ফরসা কিন্তু ত্বকের রং কাল আমি কি ক্রিম ব্যবহার করলে ত্বক ফরসা হবে সাহায্য চাই?

আমার গায়ের রং ফরসা কিন্তু মুখের রং কাল আমি কোন ক্রিম ব্যবহার করলে খুব তারাতারি ভাল ফল পাব বলবেন কি আর হ্য আমার মুখ সবসময় তেলতিলে ভাব থাকে এটার কোন সমাধান আছেকি 0 likes | 5529 views

কিস্তিতে ল্যাপটপ ক্রয় কোথায় করব?

0 likes | 8877 views