জয়ন্তপাল

জয়ন্তপাল

জয়ন্তপাল

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 12.12k বার দেখা হয়েছে | এই মাসে 12.12k বার
9 টি প্রশ্ন দেখা হয়েছে 8.67k বার
3 টি উত্তর দেখা হয়েছে 3.45k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

জাতীয় বিশ্ববিদ্যায়ের বোর্ড পরিক্ষায় অংশগ্রহণ করার পরেও রেজাল্টে Absent আসছে। এখন কি করণিয়?

১৯/০৩/২০১৮ তারিখে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশ হয়। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরিক্ষায় অংশগ্রহণ করা সত্যেও আমার রেজাল্ট  absent আসছে। এবং ব্যষ্টিক অর্থনীতি তে fail আসছে। রেজাল্টে not promoted দেখাচ্ছে। এখন আমার কি করণীয়?  0 likes | 2695 views

কম্পিউটারে সাউন্ড আসছে না?

আমার লেপটপ হঠাৎ একদিন হেং করে। পরে আমি উইন্ডোজ ১০ সেট আপ করি। সেট আপ করার পর নিম্নুক্ত সমস্যা হচ্ছে।

১.সাউন্ড আসছে না।

২.Brightness কমছে না বাড়ছেও না।

৩.পিসিক sleep মোডে দিতে পারছি না।

এই সমস্যা কী আমি সমাধান করতে পারবো?

Hp probook 450 g3 core i 7   ram 8gb


0 likes | 2856 views

৪ কেজি ৬৪৯ গ্রাম = কত পাউন্ড.?

আমি একটি গাণিতিক হিসাব চাইছি।

0 likes | 3082 views

কম্পিউটার থেকে SSC & HSC মার্কশীট তুলতে গেলে শুধু গ্রেডশীট আসে কেন?

কম্পিউটার বা মোবাইলে SSC & HSC -এর প্রথমবার মার্কশীট আসে, কিন্তু তার পরেরবার থেকে শুধু গ্রেডশীট আসে, মার্কশীট আসে না । এর কারণ কি? 0 likes | 2921 views

ক্ষত ঠিক হচ্ছে না?

আমি একদিন বন্ধুদের সাথে লাফালাফি করতে গিয়ে বাম হাতের আংুলে হাল্কা কেটে যায়। পরের দিন ব্যাথা দেখতে গিয়ে খেয়াল করলাম তার পাশেই একটা ফুসকার মত কি যেন হয়ছে। তারপর আমি সুই দিয়ে পরিক্ষা করতে ফিয়ে ক্ষত বানিয়ে ফেলি। ভাবলাম হয়ত দুটি ব্যাথাই এক সাথে সেড়ে যাবে। কিন্তু সেই ক্ষত সারতে ছে না। প্রায় ৪-৫ দিন হয়ে গেছে কিন্তু ক্ষত আবার ফুসকার রুপ নিসে এবং সারতেছে না। আমি আরেক হাতে ৩ দিন আগে ব্যাথা পাইছিলাম সেটা সেড়ে গেছে। আমি বুজতেছি না অটা সাড়ছে না কেন? আমি এই ব্যাপারে সাহায্য চাই। কিভাবে সারবে! 0 likes | 2893 views

বুকে অল্প ব্যথা?

ছয় মাস আগের কথা। আমি আর আমার এক বৈদিদি একই (দ্বাদশ) শ্রেণীতে পড়তাম। সে গ্রাম থেকে প্রাইভেট পড়তে শহরে এসেছে । আমাদের পাশের বাড়িতে ভাড়া থাকত সে ।আমি নিয়মিত তাকে নিয়ে প্রাইভেটে যেতাম। পুরু 1 বছর আমি তাকে সাইকেলে করে প্রাইভেটে  নিয়ে গিয়েছি । আমার জীবনে সেই প্রথম মেয়ে যার সাথে আমি কথা বলতাম , তা ছাড়া আগে কোন মেয়ের সাথে কথা বলার কৈশল আমার জানা ছিল না। ছয় মাস আগে পরিক্ষা দেওয়ার জন্য সে চলে যায়। সে আর অাসবে না। ব্যপারটা আমার এক ফোটা অশ্রু ঝরাতে বাধ্য করে। তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি । কিন্তু মাঝে মাঝে তার কথা মনে হলে আমার বুকে অল্প ব্যথা হয়। ব্যথাটা অল্প হলেও তা অনুভব করা যায়।
প্রশ্ন:- এই অল্প ব্যথা কি আমার শরীরের কোন ক্ষতি করতে পারে?
0 likes | 2852 views

আইন সম্পর্কিত তথ্য জানতে চাই?

আমি গাড়ি চালাতে পারি । যেমন মোটর সাইকেল এবং প্রাইভেট কার। কিন্তু আমার নিজস্ব কোন গাড়ি নেই। আমার ড্রাইভিং লাইসন্সেও নেই। অন্যের গাড়ি চালানোর সময় ‍মোবাইল কোর্টের কাছে ধরা পরলে এবং দুর্ঘটনা ঘটালে আমার কী স্বাস্তি হতে পারে ?

0 likes | 2828 views

VISA কী কোন কাজে VISA-র প্রয়োজন হয়?

0 likes | 2787 views