ক্লান্ত_পথিক

ক্লান্ত_পথিক

ক্লান্ত_পথিক

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 3.88k বার দেখা হয়েছে | এই মাসে 3.88k বার
1 টি প্রশ্ন দেখা হয়েছে 1.14k বার
2 টি উত্তর দেখা হয়েছে 2.74k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 1 টি প্রিয়

Recent Q&A

৭ বছরের রিলেশন, বাবা-মা মেনে না নিলে কি করা উচিৎ?

0 likes | 3173 views

আমি কিভাবে আমার মাকে রাজি করাবো?

আমার প্রশ্ন একটু বিস্তারিত আর জটিল। কারণ দীর্ঘদিন বিষয়টি লালিত করে রেখেছি। আমি চেষ্টা করছি সংক্ষেপে বুঝাতে। দীর্ঘ হয়ে গেলে আমি ক্ষমাপ্রার্থী।  

আমি অনার্স শেষ করেছি কম্পিউটার বিজ্ঞানে একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। তার আগে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বছর পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছি। মাইগ্রেট করে প্রাইভেটে এসেছি। পদার্থবিজ্ঞান পড়ার সময় নিজের অজান্তেই একটা মেয়ের সাথে সম্পর্ক গড়ে ওঠে। আমি মানুষ মোটামুটি চিনি। মেয়েটা আজকের যুগের আর ৮ ১০ টা মেয়েদের মতো না। আমি ভাগ্যবান যে তার মতো এরকম মেয়ের সাথে আমার পরিচয়। মেয়ের লয়াল্টি নিয়ে আমার সন্দেহ নেই। তার পিছে মোবাইলের ম্যাসেজ ছাড়া একটা টাকাও যায় নি। " ভাই প্রেম মানে প্যারা আর প্যারা " -- এই কথা আমার এই ৫ বছরে কোনোদিন মনে হয়নাই। আমরা দুইজনেই পরিবারের বাধ্য। প্রেম কারোরই করার নিয়ত ছিল না। হুট করে হয়ে গিয়েছে। আমাদের দেখা হয়না বহুবছর। শুধু মেসেজ আর নেট দিয়েই। প্রেমের এক বছরের মাথায় আস্তে আস্তে আমরা ঘনিষ্ঠ হই। সেটার মানে শারীরিক মিলন নয়। আমিই ওকে ফোন সেক্স এ অভ্যস্ত করি। হুট করেই। কিন্তু দেখা করিনা তেমন। আমরা বিয়ের উদ্দেশ্যেই  রিলেশনটা টিকিয়ে রেখেছি এখনো। এই ফোন সেক্স করতে গিয়ে হয়তো ( আমি এখনো শিওর না। ) আমার মা শুনে ফেলেছেন। আমার অজান্তে আমার মোবাইলে তার সাথে বলা কথাবার্তাও ঘেঁটেছেন বলে আমার ধারনা। তাকে আমার বোনেরা মোবাইলের মেসেজ খুঁজতে সাহায্য করেছে বলে আমার সন্দেহ হয়। কারণ আমার মা তখন মোবাইল এতো ঘাটতে পারতেন না। আমি সিকিউরিটি ছাড়াই তখন মোবাইল ব্যবহার করতাম, বিশ্বাস ছিল। তো এই ঘটনার পর আমার অজান্তে মেয়ের মার মোবাইলে আমার মা ফোন দিয়ে অনেক আজেবাজে কথা বলে যেটা আমি পরে অনেক জেরা করে ওর কাছ থেকে জানতে পারি। পরে বিভিন্ন সময়ে আরও দুইবার তাদের কাছে ফোন করে এসব বলে আমার মা। তারা কোনও প্রটেস্ট করেনি এখনো। তবুও আমাদের রিলেশন চলছিলো। কিছুদিন আগে মা এরকম কথায় কথায় সেই ৫ বছর আগের ঘটনা নিয়ে আমাকে অনেক বকাবকি গালাগালি করে। নির্দোষ মেয়েটাকে নিয়ে এমন কথা বলে যা সে নয়। সেটা আমি ই জানি কেবল। " মেয়ে অনেক ডেঞ্জারাস, মাইয়া অনেক খারাপ, আমি সেটার গন্ধ পাই তুই সেটা জানিস না। মেয়ে তোকে ভালো কোনও পরামর্শ দিয়েছে? "  আরো এরকম নানান বাজে কথা। কিন্তু আমি জানি মেয়েটা অনেক সংসারী এবং সে শুধু আমার সাথেই সংসার করতে আগ্রহী। এতদিন ভেবেছিলাম আমার মা এসব ভুলে গিয়েছেন বা আমাদের মেনে নিচ্ছেন। কিন্তু দেখছি যে অবস্থা পুরাই উলটো। সে ভেঙ্গে পড়েছে আর আমকে বলছে তোমার মা তো আমাকে মেনে নিবেনা। তাছাড়া আমাদের মেসেজ দেখে থাকলে আমি কিভাবে তোমার সংসারে গিয়ে মুখ দেখিয়ে হাঁটবো? আমাদের দুই পক্ষের ভালো কোনও মুরুব্বী নেই যে আমাদের বিয়ের কথা তুলবে। 

আমি বুঝতে পারছিনা এখন রিলেশনটা কোথায় যাচ্ছে আর আমার মায়ের যেই মেজাজ তাকে আর সামনে কিভাবে রাজি করাবো এটাই বুঝতে পারছিনা। এতদিনের রিলেশন আর এতো ভালো মানুষ হারালে কিভাবে কি করবো? তবে সে আর আমি ডিটারমাইন্ড যে আমাদের বিয়ে না হলে আমরা কোনোদিনই বিয়ে করবো না।


এই ব্যাপারে আমি পরামর্শ প্রার্থী। ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্যে। 

0 likes | 7696 views

আমি একটি মেয়েকে ভালবাসি আমার পরিবার রাজি মেয়ের বাবা ও রাজি কিন্তু মেয়ের মা রাজি হয়না এখন কিভাবে রাজি করানো যাবে?

আমি একটি মেয়েকে ভালবাসি আমার পরিবার রাজি মেয়ের বাবা ও রাজি কিন্তু মেয়ের মা রাজি হয়না এখন কিভাবে রাজি করানো যাবে 0 likes | 3430 views