আরাফাতরেনেসা

আরাফাতরেনেসা

আরাফাতরেনেসা

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 1.02k বার দেখা হয়েছে | এই মাসে 1.02k বার
1 টি প্রশ্ন দেখা হয়েছে 1.02k বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

স্বাস্থ্য সমস্যা। ওজন বৃদ্ধি। পরিত্রানের উপায় জানার জন্য সকলের সাহায্য পার্থী?

আমি ফেব্রুয়ারির শেষের দিক থেকে জীবনে প্রথম মেসে উঠি।মেসে উঠার কিছুদিন পর ওজন ও স্বাস্থ্য কমতে থাকে।  কিন্তু রমজানের পর থেকে তা বেড়েই চলেছে। খাবার কমানোর পরেও কোন উপকার হচ্ছেনা। এমন কি আমি প্রতিদিন সকালে লেবুর রস গরম পানি খাই। বাসায় থাকতে আমার ওজন ছিল ৭৫ কেজি,রমজানে হয় ৮২ কেজি। আগে মোটা মোটি মানের সিগারেট খেতাম।  দিনে ৪-৫ বা তার বেশি কিন্তু গত ৪০ দিন থেকে ছেড়ে দিয়েছি। এখন একটা টানও দেইনা। আর এখন খাবার কন্ট্রোল, কিন্তু ওজন বেড়েই চলেছে এখন ওজন ৮৭ কেজি। আর প্রতিদিন ৫ ঘন্টা ঘুম।  রাত ১১.৩০-৪.৩০।  দিনে দুপুরে মাত্র ১০ মিনিট একটা ছুট্ট ঘুম। প্রতিদিন মোটা মোটি ২০ মিনিটের মত হাটা হাটি করি। তার পরেও কমছে না।  যারা মেসএ থাকছেন বা যাদের মেসে  থাকা সম্পর্কে অভিজ্ঞ তারা একটু সঠিক পথ দেখালে উপকৃত হতাম।  আর আমি এখন এডমিশনএ আছি। এই সময় আমি কি করতে পারি। বেয়াম জিম করা একটু বেশি টাফ হয়ে যাবে।দৈনিক কত ঘন্টা ঘুমানো উচিৎ?  সেটা কি এক টানা নাকি গেপ দিয়ে ঘুমালেও হবে। আর দিনে ঘুম এত ধরে বলার বাইরে। এ থেকে পরিত্রানের উপায় কি?  অভিজ্ঞদের সাহায্য কামনা করছি। ধন্যবাদ। 0 likes | 2636 views