আমিএকজনपागल।

আমিএকজনपागल।

আমিএকজনपागल।

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 3.74k বার দেখা হয়েছে | এই মাসে 3.74k বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 0 বার
3 টি উত্তর দেখা হয়েছে 3.74k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

পিল্জ ভাইয়ারা সবাই সাহায্যে করুন..।আশা করতেছি সবাই সাহায্যে করার চেষ্টা করবেন..?

আমার একটা ফেসবুক Group আছে...। কিন্তু ১৯ হাজার মেম্বার এডড করার পর আর মেম্বার এডড হচ্ছে না এটার কারণ কি.. Group Closed করা.. Group Link https://www.facebook.com/groups/959435364197654/ 0 likes | 2871 views

বিস্ময়ে পুনরায় চালু হচ্ছে পুরস্কার-প্রদান প্রক্রিয়া!!!?

আগামি মাস (১ মার্চ) থেকে বিস্ময়.কম পুনরায় সদস্যদের মাসিক একটিভিটির উপর ভিত্তি করে চালু করতে যাচ্ছে পুরস্কার প্রদান প্রক্রিয়া।


Quality over Quantity এই মানদণ্ডের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। অর্থাৎ পূর্বেকার মতো উত্তরের সংখ্যার উপর ভিত্তি করে নয়, উত্তরের মান বিচার করে বিজয়ী নির্বাচন করা হবে।
"আপনি বিস্ময়গুরু তালিকায় উপরে থাকা মানেই আপনি বিজয়ী হবেন, এরকম কোনো নিশ্চয়তা নেই"

নিম্নোক্ত শর্তগুলো মেনে চলছেন, শুধুমাত্র এ জাতীয় উত্তরদাতাগণই সিলেকশনের জন্য কোয়ালিফাইড হবেন-

  1. বিস্তারিত এবং তথ্যবহুল উত্তর প্রদান করতে হবে, যা কিনা প্রশ্নকর্তাকে পুরোপুরি সন্তুষ্ট করতে সক্ষম।
  2. স্পর্শকাতর বিভাগসমূহে উত্তর দেয়ার সময় অবশ্যই যথাযথ তথ্যসূত্র বা রেফারেন্স উল্লেখ করতে হবে।
  3. কপি-পেস্ট সম্পূর্ণ বর্জনীয়, কারো উত্তরসমূহে একটির বেশি কপি করা কন্টেন্ট পাওয়া গেলে তিনি ডিসকোয়ালিফাইড হিসেবে গণ্য হবেন।
  4. পুরো মাস জুড়ে কোনো কারণে ব্লকড্ হলে উক্ত ইউজার ঐ মাসের পুরস্কারের জন্য বিবেচিত হবেননা।
  5. প্রশাসনের অনুমতি ছাড়া একাধিক একাউন্ট ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সাময়িকভাবে তার একাউন্ট বাতিলসহ দুই মাসের জন্য প্রতিযোগিতার বাইরে রাখা হবে।
  6. নির্বাচিত না হওয়ায় কোনোরূপ অভিযোগ এনে তা প্রমাণে ব্যার্থ হলে ৩ মাসের জন্য প্রতিযোগিতা থেকে বাদ রাখা হবে, আর অভিযোগ প্রমাণ করতে পারলে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে।
  7. যদিও উত্তরের সংখ্যা কোনমতেই মানদণ্ড হিসেবে বিবেচিত হবেনা, তবুও ফর্মালিটি রক্ষার্থে মাস শেষে শুধুমাত্র ৩০০+ পয়েন্ট অর্জনকারীদের উত্তরগুলোই পর্যবেক্ষণ করা হবে।
এছাড়াও শুদ্ধ বানান এবং মার্জিত বচনভঙ্গি বড় ধরণের প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে।


পুরস্কার কয়জনকে দেয়া হবে?

মানসম্পন্ন উত্তরদাতাদের সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্নসংখ্যক বিজয়ী নির্বাচিত হতে পারেন, তবে ন্যূনতম ৩ জনকে নির্বাচিত করা হবে।


বিজয়ী নির্বাচনের দায়িত্বে থাকছেন কারা?

আমাদের সিনিয়র সমন্বয়কবৃন্দ অন্যান্য বিশেষ সদস্যদের রিকমান্ডেশন ও পরামর্শ যাচাই করে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করবেন। পুরো প্রক্রিয়াটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে, তাই পক্ষপাতিত্ব কিংবা ভুল সিদ্ধান্তের সুযোগ নেই।


পুরস্কার হিসেবে কি থাকছে?

প্রাথমিক পুরস্কার : বিজয়ীর পছন্দমতো কিংবা এডমিন প্যানেল কর্তৃক নির্ধারিত এক বা একাধিক বই, টি-শার্ট, কৃতজ্ঞতাপত্র... ইত্যাদি। সকল বিজয়ী একই পুরস্কার পাবেন, পুরস্কার যেকোনো সময় পরিবর্তিত বা পরিবর্ধিত হতে পারে।

পরপর দু'বার বিজয়ীদের বিশেষজ্ঞ পদে প্রমোট করা হবে।


বিশেষ সদস্যের জন্য...

সাধারণ সদস্যদের মতো বিশেষ সদস্যদের মাঝ থেকেও সেরা ১ বা ২ জনকে পুরস্কৃত করা হবে, তাদের জন্যও থাকছে একই পুরস্কার এবং একটি সম্মাননা ক্রেস্ট।
***বিশেষ সদস্যগণ মূল প্রোগ্রামের এখতিয়ারে থাকবেননা। 
তবে সীমিত সংখ্যক বিভাগের জন্য বিশেষজ্ঞ হিসেবে আছেন এরকম ইউজাররা সাধারণ সদস্য হিসেবে বিবেচিত হবেন।


যেকোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে পারেন মন্তব্যে।
0 likes | 16807 views

নতুন করে স্বাগতম ১ লক্ষ সদস্যের পরিবারে!!!?

উত্তরে ব্যক্ত করুন আপনার অনুভূতি...... :)
0 likes | 6546 views