আধারেরঅপ্সরী

আধারেরঅপ্সরী

আধারেরঅপ্সরী

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 1.35k বার দেখা হয়েছে | এই মাসে 1.35k বার
1 টি প্রশ্ন দেখা হয়েছে 1.35k বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

কিভাবে আমি মুক্তি পাবআমি মুক্তি চাই?

আমি জানি না আমার প্রবলেমটা কি।আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না আবার দেখাতেও পারি না কেও বুঝতে পারে না যে আমার রাগ উঠেছে আমি নিজের রাগ নিজের মধ্যেই রাখি যার ফলে মাথায় প্রচন্ড চাপ পরে মাথায় পেইন হয় তারপর অসহ্যকর যন্ত্রনা।তারপর অনেক সময় ঘুমিয়ে যাই আবার অনেক সময় অজ্ঞান হয়ে যাই যখন সেন্স ফিরে আসে তখন নিজের হাত পা নাড়াচাড়া করতে পারি না অন্য কারও হেল্প লাগে।আর আমি খুব তাড়াতাড়ি ভুলে যাই। নামাজ এ সিজদায় যায়ে ভুলে যাই রুকু করেছি কি না আবার রুকুতে এসে ভুলে যাই সুরা ফাতিহা পরেছি কি না। আগে ঘুমের ওষুধ কাজ করত এখন তাও করে না। মাথায় প্রেসার নিতেই পারি না। আগে কেদে মন হাল্কা করতাম এখন কাদতেও পারি না। মনে হচ্ছে দিন দিন শেষ হয়ে যাচ্ছি। কি করব বুঝতে পারছি না নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মাঝে মাঝে এত্ত পেইন হয় মনে হয় মাথার চুল সব টেনে ছিড়ে ফেলি প্লিজ পারলে হেল্প করবেন 0 likes | 2967 views