অমিতবসু

অমিতবসু

অমিতবসু

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 2.54k বার দেখা হয়েছে | এই মাসে 2.54k বার
2 টি প্রশ্ন দেখা হয়েছে 2.54k বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

তাকে কি ভূলে যাবো?

ভালবাসার শুরুতে ভাল খুজ খবর নিত। কিছু আগে ওর যে কি হলো আমাকে কোন কেয়ারই করে না। ফোনে কথা বলতে চায় না, আমার সবকিছুকেই খারাপ বলে ব্যক্ত করে। এ সময় ওর মা অসুস্থ ছিল, সেটাও আমাকে জানায় নি। পরে আবার শুনি ওকে তার নাকি কে মোবাইল গিফট করেছে যা পরিবারের কাছে ধরা খেয়েছে। এই কথাটা জানতে পারলাম আমার খুব ক্লোজ বন্ধুর নিকট থেকে। বন্ধু শুনেছে তার গার্লফ্রেন্ড এর কাছে যে কিনা আমার গার্লফ্রেন্ডের ফুফাত বোন। তাই আমারো সন্দেহ করতে শুরু করি। পরে বিষয় গুলি তার ফুফু, দিদার সাথে বলি তারা অস্বীকৃতি জানায়। আর কিছুদিন পর যখন ও আবার আমার সাথে কথাবার্তা খুজখবর নেয়া শুরু করে তখন ওকেও মোবাইলের ব্যপারটা জিজ্ঞস করি। সেও অস্বীকৃতি জানাল। ওকে বিশ্বাস করতে পারছি নআআ। আগে ও তার সর্বশ্য দিয়েও ভালবাসতে চাইতো, এখন আর সেইরকম কিছুই দিতে চায় না। জাস্ট ওর মনের খবরটা বুঝার চেষ্ঠা করার জন্যেই এই রকম কিছু চাওয়া।এর বেশি কিছি না। 0 likes | 2875 views

মানসিক হতাশা থেকে মুক্তি মিলবে কি?

হতাশার কারনঃ নাম ঃ অমিত বসু বয়স ২২, উচ্চতা ৫'৬", ওজন ৪৫। আমি শারীরিকভাবে যেমন খুবই দূর্বল হয়ে পরেছি তেমনি মানসিকভাবেও। ২৩ বছর বয়স হয়া সত্ত্বেও ওজন বাড়েনি বরং ৪,৫ বছরে ওজন ৫,৬ কেজি কমে৪৫ কেজি হয়েছে। ৫ বছর আগে আমার একটা এক্সসিডেন্টে হাতের আংগুলএর বেশিরভাগ অংশ কেটে যায় ফলে কয়েকবার এতে অপারেশন করে ডাক্তার ভাল করার চেষ্টাও করে কিন্তু ফল পেলেও তেমন সুফল বয়ে আনতে পারে নি। এখন খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, গ্যাস্ট্রিক, আলসাল, নাকের মাংশবৃদ্ধি, কানের পর্দা ছিদ্র, স্বাস্থহীনতা ও চাকরিতে ডুকেও টিকে থাকতে না পারা সহ নানান সমস্যায় জর্জরিত হয়ে আমার মন অতিষ্ঠ হয়ে গেছে। কি যে করবো কিছু বুঝে উঠতে পরছিনা। কোন সমধান আছে কি?? 0 likes | 2887 views