Call

 শ্বসন প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য (শ্বসন বস্তু)  জারিত হয়ে খাদ্যস্থ শক্তির মুক্তি ঘটায় ।  কোষস্থ খাদ্যে স্থৈতিক শক্তি  আবদ্ধ থাকে । খাদ্য জারিত হবার ফলে খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত হয়ে মুক্ত হয় । সুতরাং শ্বসনে স্থৈতিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ