Call
গার্ল গাইড হলো বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক এবং সমাজসেবামূলক যুব আন্দোলন। এই আন্দোলন কিছু নির্দিষ্ট কর্মসূচি নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তাদের কর্মসূচিগুলো হচ্ছে- ১. চরিত্র গঠন। ২. নিজেকে জানা। ৩. সৃজনশীল ক্ষমতা অর্জন। ৪. পরস্পরকে জানা। ৫. সেবাব্রতে প্রস্তুত থাকা। ৬. গৃহকর্মে নিপুণতা অর্জন। ৭. বাইরের জগৎ থেকে আনন্দলাভ। ৮. শারীরিক উপযুক্ততা লাভ। উপরোক্ত কর্মসূচিগুলোর মাধ্যমে গার্ল গাইডের সদস্যরা নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলে। এগুলো সুমাতা, সুনাগরিক, স্রষ্টার প্রতি ভক্তি এবং অপরের মঙ্গলার্থে নিজের স্বার্থত্যাগের মনোবৃত্তি জাগিয়ে তোলে। স্বাস্থ্যসম্মত ও আনন্দদায়ক কাজকর্মের মাধ্যমে গাইডিং মেয়েদের মানসিক গুণাবলি বিকাশ ও চিন্তাশক্তির উৎকর্ষ সাধনে সাহায্য করে।
Talk Doctor Online in Bissoy App