Call
আরোহের আকারগত দিক কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বলে, কার্যকারণ নিয়মকে আরোহের আকারগত ভিত্তি বলা হয়। যুক্তিবিদ বেইনের মতে, কারণ হলো কার্যের সাথে আবশ্যিকভাবে যুক্ত পূর্ববর্তী ঘটনা। তাই, প্রত্যেক কার্যের কারণ আছে। কারণের ফলাফল হিসেবে কার্য সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয় যা আরোহকে নির্দেশ করে। অর্থাৎ, কার্যকারণ আরোহের ভিত্তি। তবে সব ধরনের আরোহ এর ওপর প্রতিষ্ঠিত নয়।
Talk Doctor Online in Bissoy App