Call
প্রকল্পকে বৈধ হতে হলে তাকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। যে কোনো প্রাথমিক অনুমান বা ধারণা বৈধ প্রকল্প নয়। বৈধ হতে হলে তাকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তব অস্তিত্ব নেই, এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করা হলে তা বৈধ হবে না। যেমন: মানুষের বদনজরে ফসল নষ্ট হয়ে যায়। কিন্তু বদনজরে কখনোই বাস্তবে ফসল নষ্ট হয়নি। যদি বলা হতো অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে, তাহলে সেটি বৈধ প্রকল্প হিসেবে গণ্য হতো। তাই প্রকল্পটি বৈধ হতে হলে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হয়।
Talk Doctor Online in Bissoy App