Call
ধলা মিয়া ভীতু অলস প্রকৃতির মানুষ। সে আত্মনির্ভরশীল নয় বলে বোন জামাইয়ের ভাত তার কাছে মিঠা লাগে। খালেক ব্যাপারীর দ্বিতীয় পক্ষের স্ত্রীর বড় ভাইয়ের নাম ধলা মিয়া। বোকা কিসিমের মানুষ সে। পরের বাড়ীতে নির্বিবাদে খায়-দায় ঘুমায় আড়ালে আড়ালে থাকে। খালেক ব্যাপারীর সামনে পড়লে সে সারাক্ষণ পালাই পালাই করে। বোনজামাইয়ের বাড়িতে থাকা খাওয়া তার কাছে বেশি ভালো লাগে। বছরান্তেও নড়ার নাম করে না। উক্ত বক্তব্যে তার কাজের প্রতি নির্লিপ্ত এবং অলসতার কথা বলা হয়েছে।
Talk Doctor Online in Bissoy App