Unknown

Call

আপনি বিডি জবসে যোগাযোগ করে দেখতে পারেন। সেনাবাহিনী বিমান বাহিনী নৌ বাহিনীর এই চাকরিগুলা সম্ভবত করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সম্ভাবনা খুবই কম, 

তবে চেষ্টা করতেি থাকুন, একটা কিছু তো হবে।🤲

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Habib

Call

পাবেন তবে ঘুষ নিয়ে জব খুঁজতে যাইয়েন🥴

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমে বলতে হবে ভালো জব বলতে আপনি কোন ধরনের জবকে বুঝিয়েছেন।  বাংলাদেশ বর্তমানে এইচএসসি পাসে শুধুমাত্র  সরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরি হয়ে থাকে। আবার শুধু এইচএসসি পাস হলেই আপনার চাকরি হবেনা। এর জন্য আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। তাছাড়া কম্পিউটার জানা থাকাও প্রয়োজন।  কারণ বর্তমানে অধিকাংশ চাকরিতে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা চায়। তাই একাডেমি পড়ালেখার পাশাপাশি চাকরির জন্যও ভালো প্রস্তুতি থাকতে হবে,  তাহলেই চাকরি পাওয়া সম্ভব। 

কীভাবে এইচএসসি পাসে চাকরির প্রস্তুতি নিবেন জানতে ভিজিট করুন : https://janbosob.blogspot.com/2023/04/OA-Cum-Computer-Job-Preparation.html?m=1

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

হ্যাঁ, স্বল্প যোগ্যতা (H.S.C পাস) এ ভালো মানের জব/চাকরি রয়েছে । যেমন- অফিস সহায়ক ,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর,  কম্পিউটার মুদ্রাক্ষরিক ইত্যাদি । এই পদের চাকরিগুলো S.S.C পাসেও মাঝে মধ্যে নিয়োগ প্রকাশ করে থাকে। তবে H.S.C পাসে অগ্রাধিকার বেশি ।এই ধরনের চাকরিগুলো বেশিরভাগ বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ে হয়ে থাকে । যেমন- শিল্প মন্ত্রণালয় , শিক্ষা মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় , উপজেলা পরিষদ ইত্যাদি । এছাড়াও H.S.C পাসে রয়েছে প্রশাসনিক চাকরি‌ । যেমন- পুলিশ কনস্টেবল, সেনাবাহিনী, নৌবাহিনী , বিমানবাহিনী  , ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইত্যাদি । তবে এই চাকরিসমুহ সম্মানজনক, তবে একটু পরিশ্রম বেশি করতে হয় । আলোচিত সকল প্রকার চাকরির সন্ধান পেতে চোখ রাখুন - টেলিটক জব পোর্টালে । প্রথমে গুগলে সার্চ করুন, Teletalk Job . উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে আপনি সরকারি ও বেসরকারি প্রায় অনেক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন। আপনার যোগ্যতা অনুযায়ী আপনার পছন্দের চাকরি বেছে নিবেন । ধন্যবাদ।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ