১০ দিন

সর্বশেষ যে তারিখে মেন্স শুরু হয়েছিল তার থেকে ৪০ দিন পর। তথা মনে করেন অক্টোবর মাসের ১ তারিখ মেন্স শুরু হয়েছিল ৭ তারিখ শেষ হয়েছে। এবার এখান কয়েক দিন বা এক দিন মিলন করলেন সেটা বিভিন্ন তারিখে হতে পারে।  এবং আপনার সন্দেহ হচ্ছে বা কনফার্ম হওয়ার জন্য টেষ্ট করতে চাচ্ছেন তাহলে নভেম্বর মাসের ১ তারিখের পরে আরো ১০ দিন পরে পরিক্ষা করতে হবে। এখানে নভেম্বর মাসের ১ তারিখ পুনরায় মেন্স এর ডেটছিল। এই ডেটি এ মেন্স না হলে ১০ দিন পর টেষ্ট করলে রেজাল্ট পাওয়া যায়। 

Dr Md Billal Hossain পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। যৌন, চর্ম ও স্ত্রী রোগে অভিজ্ঞ।গনোরিয়া,সিফিলিস,ধাতু দূর্বলতা,যেীন দূর্বলতা, ধ্বজভঙ্গ, স্বপ্নদোষ, শ্বেতপ্রদর, বাধক বেদনা, অনিয়মিত পিরিয়ড এর চিকিৎসা ও পরামর্শ প্রদান করি।