ওঁরাওরা নিজেদের 'করুকার' বলে পরিচয় দেয়। তাদের ভাষা করুক। করুক দ্রাবিড়ীয়ান গোষ্ঠীর একটি ভাষা।  জাতিগত ও ভাষাগত বিচারে তাদের সাথে দক্ষিণ ভারতের কোনো কোনো জনগোষ্ঠীর সাদৃশ্য আছে।  ওঁরাওরা কুরুক ভাষাকে নিজেদের ভাষা হিসেবে গ্রহণ করলেও বাংলাদেশের ওঁরাওরা শাদরী এবং কুরুক এ দু ভাষায় কথা বলে। 


শেয়ার করুন বন্ধুর সাথে