১২-১৩ যাবত কানের ভিতর টনটনা এবং ব্যাথা অনুভব হওয়া। সেটা নিয়ে অনেক কস্টে আছি৷ এই বিষয় নিয়ে লোকাল কিছু ফর্মেসীর ডাক্তার দেখায়ছিলাম। তাদের দেওয়া চিকিৎসায় কোনো উপকার পায় না৷ ওই জন্য আমি আপনাদের সবার কাছে দৃস্টি আকর্ষন করে বলতেছি৷ প্লিজ আমার এই সমস্যাটার সমাধন করে দেওয়ার জন্য একটু চেস্টা করুন


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমার এই একই অবস্থা ছিল। তার পর আমি কানে অলিভ অয়েল হাল্কা গরম (সহনিয়)করে কানে ৩/৪ ফোটা ঢেলে কান উপর করে ৫ মিনিট শুয়ে থাকতাম।।তার পর আবার উল্টো হয়ে ৫ মিনিট শুতাম।তাতে কানের নানা  ময়লা/পানি সব বেরিয়ে আশবে।৭/৮ দিন এভাবে করলে কান ভালো হবে। আমি একজন ভাল ডাক্তারের কাছথেকে এই বিষয় জেনেছিলাম। প্রথমে ভয় লাগবে। কান বন্ধ বন্ধ মনে হবে। কিন্তু ৭/৮ দিন পর দেখবেন ঠিক হয়ে গেছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ