Call

SSC থেকে পাশ করার পর কম্পিউটার সাবজেক্ট নিয়ে ডিপ্লোমা ভর্তি হয়ে যাবেন।তারপর ৪ বছরে ডিপ্লোমা তারপরে বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরে bsc করবেন cse তে।

অন্যভাবে SSC এর পরে HSC করবেন তারপর ডাইরেক্ট প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরে Bsc করতে পারবেন CSE তে।

ব্যাকগ্রাউন্ড বিজ্ঞান থাকতে হবে আর পয়েন্ট ৪-৪.৫ হলেই হবে।বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তি পরিক্ষায় টিকতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Meaning

Call

যদি সরকারী বিশ্ববিদ্যালয়ে CSE পড়ার ইচ্ছা থাকে তাহলে আপনাকে SSC এর পরে উচ্চ মাধ্যমিক (HSC) এ ভর্তি  হতে হবে। তার পরে সরকারী বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিয়ে মেরিট লিস্টে চান্স নিতে হবে তবেই আপনি CSE তে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন। 


এভাবে CSE তে চান্স পাওয়ার জন্য আপনার SSC ও HSC এর রেজাল্ট যত বেশি হবে আপনার জন্য ততই ভালো। 


অন্যভাবে যদি ডিপ্লোমা করে CSE পড়তে চান তাহলে আপনাকে কোনো টেকনিক্যাল কলেজে ভর্তি হয়ে কম্পিউটার সায়েন্স এ ৪ বছরের ডিগ্রি নিতে হবে এবং তার পরে CSE বিষয়ে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে BSC  করতে হবে।  


তবে টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা করার পরে CSE তে BSC করার জন্য বাংকাদেশে মাত্র একটি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। যার কারনে বেশিরভাগ শিক্ষার্থকেই প্রচুর টাকা খরচ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে BSC in Engineering করতে 


Talk Doctor Online in Bissoy App