Share with your friends

হোমো হ্যাবিলিস (Homo habilis) (হ্যান্ডি ম্যান) — ২৪ থেকে ১৪ লক্ষ পূর্বভাস পর্যায়ে পৃথিবীর বুকে দেখা যেত এই হ্যাবিলিস গোষ্ঠীভুক্ত আদি ‘মানুষ’। এদের লক্ষণীয় বিষয় হল এই প্রথম হোমিনিডরা (Hominid) কথা বলতে শুরু করল এবং সাধারণ সরঞ্জামের ব্যবহার করতে শিখল। এরা মোটামুটি উচ্চতায় ৫ ফুট এবং গড় ওজন ৪৫ কেজি। এই প্রজাতিকে প্রথম ‘মানুষ’ হিসেবে গণ্য করা হয়। হোমো হ্যাবিলিসদের অনেক উপপ্রজাতি পাওয়া যায়। যার মধ্যে হোমো রুডোলফেনসিস (Homorudolfensis) অন্যতম।

Talk Doctor Online in Bissoy App