Share with your friends

কোন এলাকা বা শহরের সব কম্পিউটার নেটওয়ার্ককে এাটি নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করাকে WAN বলে।  

Talk Doctor Online in Bissoy App

WAN এর পূর্ণরূপ হচ্ছে Wide Area Network। এই ধরনের নেটওয়ার্কে কম্পিউটারগুলো বিশাল জায়গা জুড়ে যেমন– একই দেশের বিভিন্ন শহরের এবং এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত বিস্তৃত থাকে। এই ধরনের নেটওয়ার্কে একাধিক LAN, MAN সংযুক্ত থাকতে পারে। WAN কে ইন্টারনেট বলা হয়। এই ধরনের নেটওয়ার্কে টেলিফোন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, মডেম, বেতার তরঙ্গ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। তথ্য আদান প্রদানের জন্যে এই ধরনের নেটওয়ার্ক বেশি ব্যবহৃত হয়।

Talk Doctor Online in Bissoy App