শেয়ার করুন বন্ধুর সাথে

Call

পমহাদেশের পূর্বের সব ভাষাভাষীই দাবি করে যে চর্যাপদ তাদের ভাষায় লিখিত। যেমন উড়িয়া, আসামিজ, এবং বাঙালিরা। কারো দাবিই সর্বাত্মকভাবে গৃহীত হয়নি, এজন্য সরকারি বা বৈজ্ঞানিকভাবে এটা কেউ জানে না চর্যাপদের ভাষা কোনটি। চর্যাপদের সময় বাংলা ভাষা সংস্কৃতের অনেক কাছাকাছি ছিল, আর উড়িয়া, আসামিজ এখনও বাংলার খুব কাছাকাছি - হয়ত চর্যাপদের অনেক পড়ে বাংলা , উড়িয়া, আসামিজ সঠিকভাবে আলাদা ভাষা হয়। কোন সঠিক মাপকাঠি না থাকায় এখন আর সম্ভবত জানা যাবে না -চর্যাপদের ভাষা কোনটি। তাই দুঃখ জনক হলেও সত্য যে, চর্যাপদের ভাষা যে বাংলা, এটা বাংলা ভাষাভাষীরা ছাড়া আর কেউ বিশ্বাস করে না, কারন আমরা প্রমান দিতে পারছি না। সঠিকভাবে বলতে গেলে, চর্যাপদের ভাষা, উড়িয়া, আসামিজ, এবং বাংলা - এই তিনটির যে কোন একটি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ