শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

1. শব্দ দূষণের হাত থেকে বাচাঁর উপায় হলো শব্দ কমানো।2. যে কোনো উৎসব বা অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানো থেকে বিরত থাকতে হবে।3. উৎসবে পটকা, বাজি ফাটানো প্রভৃতি নিষিদ্ধ করতে হবে।4. গাড়ির হর্ন অযথা বাজানো বা জোরে বাজানো পরিহার করা উচিত।5. কম শব্দ উৎপাদনকারী ইঞ্জিন বা যন্ত্রপাতি তৈরি করতে হবে।6. লোকালয় থেকে দূরে কলকারখানা ও বিমান বন্দর স্থাপন করে আমরা শব্দ দূষণের হাত থেকে রেহাই পেতে পারি।7. শহরের মাঝে মাঝে উন্মুক্ত জায়গা রাখা এবং রাস্তার ধারে শব্দ শোষণকারী গাছপালা লাগানো উচিত।8. কলকারখানায় শব্দ শোষণ যন্ত্রের ব্যবহার চালু করে এবং জনসচেতনতা বৃদ্ধি করে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ