ছোটবেলা থেকে দেখে আসতেছি। পরীক্ষা দিতে গিয়ে দেখি টেস্ট পেপার এর মধ্যে যে সকল অংক করেছি সে সকল অংকের সৃজনশীল কোনো মিল পায় না আসলে শিক্ষকরা নতুন নতুন যে সৃজনশীল আমাদেরকে দেয় যেগুলো বিগত বছরগুলোর সাথে মিল পাওয়া যায় না আসলে তারা কিভাবে অংক তৈরি করে। অন্তত অংক বিদ্যা তৈরি করেছে যেগুলো বাস্তব জীবনে কাজে লাগে। কিন্তু আমরা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সকল অংক করে থাকি সেগুলো বাস্তব জীবনে কি কাজে লাগে সেগুলো শিক্ষকরা না জানিয়ে না বুঝে আমাদের অংক করাচ্ছে। প্রশ্নটি তারা কিভাবে তৈরি করতেছে ।কিভাবে নতুন নতুন সৃজনশীল তৈরি করতেছে। আমিও কি করলে তাদের মত সৃজনশীল বা অংক তৈরি করতে পারব। এই যে তারা যে তুই পড়তেছে এই প্রচেষ্টার নাম কি তাহলে আমি সেই প্রসেসটা শিখতে চাই কেউ যদি সেই প্রসেস এর নাম জানেন তাহলে আমাকে বলবেন দয়া করে।
শেয়ার করুন বন্ধুর সাথে