exmonirul

exmonirul

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

exmonirul

  • Male | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 30 বার দেখা হয়েছে | এই মাসে 30 বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 27 বার
1 টি উত্তর দেখা হয়েছে 3 বার
1 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

ফেসবুক থেকে আয় করব কিভাবে অনেক ফেসবুক ব্যবহারকারীর মনেই উঁকি দেয় এই প্রশ্ন । আপনারও হয়তো।

কৌতুহল হওয়াটাই স্বাভাবিক I অস্বীকার করার উপায় নেই, ইদানীং ফেসবুকেই দিনের বেশির ভাগ সময়টা কাটে আমাদের। বিশেষত করোনা ও লকডাউনের জেরে গৃহবন্দি দিনযাপনে আরও বেশি করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আঁকড়ে ধরাও বেড়ে গিয়েছে।

কেমন হবে যদি সেই অভ্যাস বা নেশাই খুলে দেয় উপার্জনের পথ? আসুন তা হলে, জেনে নেওয়া যাক ফেসবুক থেকে আয় করার সেরা কয়েকটি উপায়।

ফেসবুক থেকে আয় করবেন কী ভাবে?
ফেসবুক থেকে আয়ের উপায় নেহাত কম নয়। তার কিছু প্রত্যক্ষ, কিছু পরোক্ষ। অর্থাৎ, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নিজের ব্যবসার সরাসরি বিজ্ঞাপন বা ফেসবুক মার্কেটিং অথবা অনলাইন বিজনেস করতে পারেন। খুঁজে নিতে পারেন চাকরিও।

পরোক্ষ ভাবে নিজের ব্যবসায় লোক টানা অথবা অন্যের ব্যবসার প্রচার চালিয়ে নিজের আয়ের সুযোগও রয়েছে।

ফেসবুক থেকে কী ভাবে আয় করা যায়, তা নিয়ে এ বার বরং সবিস্তার আলোচনায় আসি।

প্রত্যক্ষ ভাবে ফেসবুক থেকে আয় করার সহজ উপায়ঃ
ফেসবুক পেজঃ

ফেসবুক পেজ থেকে আয় করার উপায় রয়েছে। ধরা যাক আপনার একটা ছোট ব্যবসা রয়েছে। ফেসবুকে তার পেজ বানিয়ে আপনার ব্যবসা সম্পর্কে যাবতীয় তথ্য তাতে দিয়ে রাখুন- স্টোর বা অফিসের ঠিকানা, কতক্ষন খোলা, কী পরিষেবা মিলবে, যোগাযোগের নম্বর বা ইমেল- সব যেন যথাযথ থাকে।

ফেসবুকে যারা পেজটি দেখবেন, তাঁরা আপনার ব্যবসা সম্পর্কে আগ্রহী হয়ে উঠতেই পারেন।

তবে তার জন্য আপনার ফেসবুক পেজটি সঠিকভাবে তৈরি করতে হবে I কীভাবে করবেন জানতে পড়ুন সঠিক উপায়ে একটি ফেসবুক ফ্যান পেজ খুলবেন কীভাবে ।

ফেসবুক মেসেঞ্জার:

আপনি আপনার ফেসবুক পেজের স্বয়ংক্রিয় মেসেঞ্জার এর সাহায্যেও আপনার প্রোডাক্ট বা পরিষেবা মার্কেটিং বা সেল করতে পারেন I

ইদানীং ব্যবসায় ক্রেতা টানার জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে চ্যাটবট। মেসেঞ্জারের মাধ্যমে এই স্বয়ংক্রিয় চ্যাট পেজে আসা মানুষকে আপনার ব্যবসা সম্পর্কে তথ্য দেবে। জবাব দেবে তাদের প্রশ্নেরও। ফলে আপনি পেয়ে যেতেই পারেন নতুন ক্রেতা।

ফেসবুক গ্রুপঃ

ফেসবুক থেকে আয় করার সেরা উপায়গুলোর একটা নিঃসন্দেহে ফেসবুক গ্রুপ থেকে আয়। আপনার পণ্য বা পরিষেবায় আগ্রহী হতে পারেন, এমন মানুষদের সদস্য করে গ্রুপ তৈরি করুন ফেসবুকে।

তারপর নিচের এই কয়েকটি উপায়ে আপনি ফেসবুক গ্রুপ থেকে আয় করতে পারেন :

১) নিজের কোর্স বা প্রোডাক্ট বা সার্ভিস upsell করতে পারেন

২) নিজের ইভেন্ট বা ওয়ার্কশপের টিকিট বিক্রি করতে পারেন

৩) আপনার গ্রুপটি সাবস্ক্রিপশন-বেসড করতে পারেন যেখানে শুধুমাত্র এক্সক্লুসিভ কনটেন্ট এবং নেটওয়ার্কিং এর সুযোগ থাকবে । তবে তার জন্য আপনার গ্রুপটি খুব মূল্যবান হতে হবে কারণ অধিকাংশ গ্রুপই ফ্রি । তাই আপনার টার্গেট গ্রাহকরা টাকা খরচের আগে দেখতেই চাইবে যে আপনার গ্রুপ থেকে কি পেতে পারে ।

৪) আপনি অন্যের প্রোডাক্ট প্রমোট করে Affiliate কমিশন থেকে আয় করতে পারেন

৫) আপনি আপনার ফেসবুক গ্রুপটিকে আপনার পরিষেবার অংশ হিসেবেও ব্যবহার করতে পারেন I উদাহরণস্বরুপ, কেউ যদি আপনার কোর্স কেনেন, তাহলে সে আপনার ফেসবুক গ্রুপের এক্সেস পাবেন যেটা শুধুমাত্র কোর্স ক্রেতাদের জন্য I সেখানে আপনার গ্রাহকরা নেটওয়ার্কিং করতে পারবেন, আরো টিপস পাবেন, ডিসকাউন্টে প্রোডাক্ট বা টুলস পাবেন ইত্যাদি ।

আরো বিশদে জানতে হলে আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সটি (শেখানো হবে বাংলাতে) করতে পারেন যেখানে আপনি শিখতে পারবেন ফেসবুক গ্রুপ থেকে আয় করার বিভিন্ন খুঁটিনাটি এবং সঙ্গে ফেসবুক মার্কেটিংয়ের আরো বিভিন্ন উপায় ।

Course Link: Facebook Marketing in Bangla

ফেসবুক ভিডিওঃ

ফেসবুক ভিডিও থেকে আয় করার সুযোগও রয়েছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই। এই ব্যবস্থায় ভিডিও চলাকালীন তাতে মানানসই বিজ্ঞাপন চালায় ফেসবুক। ভিডিও ও সেই বিজ্ঞাপনে নির্দিষ্ট সংখ্যক ভিউয়ের ভিত্তিতে আপনাকে টাকা দেবে ফেসবুক থেকে। তবে ফেসবুক থেকে আয় করার এই উপায়ের ক্ষেত্রে মাথায় রাখুন বিজ্ঞাপন কিন্তু চলবে ভিডিওর মাঝখানে। ইউটিউবের মতো ভিডিও শুরুর আগে নয়।

তবে আপনার ভিডিও থেকে আয় করতে হলে ফেসবুকের কিছু মানদণ্ড আছে যেমন:

১) ৩০ হাজারের ওপর ১ মিনিট ভিডিও ভিউস হতে হবে

২) আপনার ফেসবুক পেজে ১০ হাজারের ওপর ফলোয়ার থাকতে হবে

৩) আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও পাবলিশ করতে হবে, আপনার ব্যক্তিগত একাউন্ট থেকে নয়

আপনার ফেসবুক ভিডিও থেকে আয় করার আরো বিভিন্ন মানদণ্ডের ব্যাপারে জানতে এই আর্টিকেলটি পড়ুন

ফেসবুক ইভেন্টঃ

ফেসবুক থেকে আয় করার নিয়মগুলির মধ্যে আর একটি পরিচিত পদ্ধতি হল ফেসবুক ইভেন্ট। বিভিন্ন বিষয়ে ওয়ার্কশপ, লাইভ অনুষ্ঠান বা আলোচনা-র আয়োজন করুন ফেসবুক ইভেন্ট হিসেবে। তার সাবস্ক্রিপশন বা ফি হিসেবে টাকা রোজগারের সুযোগ থাকবে।

ফেসবুক মার্কেটপ্লেসঃ

ফেসবুক মার্কেটপ্লেসে নিজেদের পণ্য বা পরিষেবার প্রচার চালিয়ে বিক্রির সুযোগ রয়েছে। মার্কেটপ্লেস ট্যাবে গিয়ে নিজের পণ্য বা পরিষেবা সম্পর্কে সব রকম তথ্য ও ছবি দিন। স্থানীয় ক্রেতারা আকৃষ্ট হলে সেখান থেকেই অনলাইনে কিনতে পারবেন। ফেসবুক থেকে আয় করার এই উপায়টিও কিন্তু এখন বেশ প্রচলিত। এখান থেকে স্থানীয় পণ্য কিনে নামী ই-কমার্স পোর্টালে বেশি দামে বিক্রি করে লাভও করতে পারেন। এ ভাবেও ফেসবুক থেকে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।

ফেসবুক জবসঃ

আপনার এলাকায় বিভিন্ন চাকরি বা কাজের হদিস থাকে ফেসবুক জবস বিভাগে। ফেসবুক থেকে আয় করব কী ভাবে ভাবলে এই পথটিও খোলা। পেশায় আপনি যদি ফ্রিলান্সার হন, তা হলে জবস সেকশনে থাকা বিভিন্ন ফ্রিলান্স প্রোজেক্টে অংশ নিয়ে উপার্জন চালিয়ে যেতেই পারেন।

সোশ্যাল মিডিয়া ম্যানেজারঃ

ফেসবুক করা নেশা হয়ে গিয়েছে? ফেসবুকের যাবতীয় খুঁটিনাটি, তথ্য, প্রযুক্তিগত সুবিধা সবই আপনার নখদর্পণে। সেটাকেই কাজে লাগিয়ে এ বার ফেসবুক থেকে টাকা আয় করুন ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে।

এ বিষয়ে যে আপনার যথেষ্ট দক্ষতা ও জ্ঞান রয়েছে, তা চোখে পড়বেই আপনার ফেসবুক বন্ধুদের এবং টার্গেট গ্রাহকদের I। ফলে নিজেদের ব্যবসায়িক প্রয়োজনে তাঁরা আপনাকেই বাছতে পারেন তাঁদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে।

ফ্রিলান্স কাজই হোক বা পুরোদস্তুর চাকরি- যে কোনওটাই জুটে যেতে পারে!

আপনার পারদর্শিতা সম্পর্কে সবাইকে জানাতে ব্যবহার করুন ফেসবুক। আপনার পারদর্শিতার ক্ষেত্র সংক্রান্ত বিভিন্ন পোস্টে বা এই জাতীয় গ্রুপে নিয়মিত কমেন্ট এবং পোস্ট করুন। এতে মানুষ আপনাকে বিশেষজ্ঞ বলে চিনে নিতে পারবেন। ফলে নিজের পারদর্শিতা সংক্রান্ত ফ্রিলান্স কাজে যুক্ত হয়ে উপার্জনের সুযোগ হবে।

তবে তার জন্য আপনাকে ফেসবুক মার্কেটিং খুব ভালোভাবে জানতে হবে I

করতে পারেন আমাদের অ্যাডভান্সড ফেসবুক মার্কেটিং কোর্স বাংলা তে যেখানে আমরা ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ মার্কেটিং, ফেসবুক এডস, ল্যান্ডিং পেজ, ক্রিয়েটিভ তৈরি করা, copywriting করা এবং আরো অনেক কিছু ডিটেলএ শেখাই যাতে ফেসবুক মার্কেটিং এর কোনো কিছু আপনার অধরা থেকে না যায় I

বিশদে জানতে আমাদের এই কোর্স লিংকএ ক্লিক করুন : Facebook Advanced Marketing Course in Bangla

ভুল ধরুন ফেসবুকেরঃ

ফেসবুক থেকে আয়ের উপায় কিন্তু অনেক রকম আছে। ফেসবুকের প্রযুক্তিগত ত্রুটি, বাগ বা ভাইরাস খুঁজে দিতে পারলে স্বয়ং ফেসবুক কর্তৃপক্ষই পুরস্কার দেন। কে বলতে পারে, আপনার ভাগ্যেই হয়তো শিকে ছিঁড়ল!

পরোক্ষ ভাবে ফেসবুক থেকে আয়ঃ

লিমিটেড টাইম চ্যালেঞ্জঃ

ব্যবসায় ক্রেতা টানতে প্রতিযোগিতা কিংবা বিনামূল্যে পণ্য বা পরিষেবা দেওয়ার ব্যবস্থাও যথেষ্ট প্রচলিত। ফেসবুক থেকে আয়ের ক্ষেত্রে এটিও হতে পারে আপনার হাতিয়ার। লিমিটেড টাইম চ্যালেঞ্জ অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিযোগিতা বা বিনামূল্যে পণ্য বা পরিষেবা জেতার সুযোগএ অংশ নিতে চান অনেকেই। এর মাধ্যমেই তাঁদের সেই পণ্য বা পরিষেবাটি সম্পর্কে আকৃষ্ট করে ক্রেতায় পরিণত করা হয়।

স্থানীয় ফেসবুক গ্রুপঃ

আপনার এলাকার বিভিন্ন ব্যবসা, পরিষেবা বা অ্যাক্টিভিটি গ্রুপের সদস্য হয়ে যান। ক্ষেত্রবিশেষে নিজেও তৈরি করা যায় গ্রুপ। গ্রুপে সক্রিয় থাকুন বিভিন্ন পোস্টে রিয়্যাক্ট বা কমেন্ট করে। নিজের ব্যবসার প্রচারও চালাতে পারেন। এর ফলে এক দিকে যেমন আপনার নিজস্ব ব্যবসা প্রচার পাবে, তেমনই চিনে নেওয়া যাবে ভবিষ্যতের ক্রেতাদের। তেমনই গ্রুপের সদস্যদের পছন্দ বা প্রয়োজনও জানা হয়ে যাবে। ফলে নতুন ব্যবসারও প্ল্যানও মাথায় আসতে পারে। ফেসবুক থেকে আয় করার এ-ও এক অন্যতম মাধ্যম।

অন্যের হয়ে প্রচারঃ

অন্যের ব্যবসার প্রচার করেও ফেসবুক থেকে আয় করা যায়, জানতেন? বিভিন্ন নামী সংস্থা তাঁদের ছাড়ের সুযোগের কথা ফেসবুকে শেয়ার করলে বা তাদের বিক্রিত পণ্য সম্পর্কে পোস্ট করলে কমিশন দেয়। নামী ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এদের মধ্যে অন্যতম।

মিম থেকেও আয়ঃ

ফেসবুকে মজাদার মিম পোস্ট বা শেয়ার করেন নিয়মিত? জানেন কি তার দৌলতেও রয়েছে ফেসবুক থেকে আয়ের সুযোগ? ফেসবুকে পোস্ট করা মজাদার মিমকে টিশার্ট বা কফি মাগের ডিজাইন হিসেবে সাজিয়ে পোস্ট করতে পারেন অনলাইন পোর্টালে। তা মনোনীত হলে আপনাকে টাকা দেবে ওই সংস্থা। অ্যামাজনে এই ব্যবস্থা রয়েছে।

ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়াঃ

ফেসবুকে আপনি বেশ পরিচিত মুখ? নিজের কোনও কিছু, সে লেখালেখি হোক বা অন্য অ্যাক্টিভিটি- পোস্ট করলেই দেদার লাইক, কমেন্ট, শেয়ার হয়? ফ্যানের সংখ্যা ১০০০-এর বেশি, ভিডিওতে পোস্ট এনগেজমেন্ট অন্তত ১৫,০০০? বিভিন্ন ব্র্যান্ড কিন্তু গাঁটছড়া বাঁধতে চাইতেই পারে আপনার সঙ্গে। তৈরি থাকুন!

সময় নষ্ট নয়, বরং নেশা হয়ে যাওয়া ফেসবুক থেকে আয়। আইডিয়াটা মন্দ নয়, কী বলেন? 

আরো পড়ুন - ফেসবুক থেকে ইনকামের আরো যত পদ্ধতি

0 likes | 1635 views

ওয়াই ফাই কানেক্ট করা?

আমার nokia c1-01 মোবাইলে কি ওয়াই ফাই চালানো যাবে কিভাবে কি করব বলেন 0 likes | 2834 views