Md. Emran Hossen

Md. Emran Hossen

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

Md. Emran Hossen

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 0 বার দেখা হয়েছে | এই মাসে 0 বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 0 বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

বাংলাদেশের বাজারে থাকা সেরা ৪ টি ট্রিমার

ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিন আমাদের দৈনন্দিন জীবনে বেশ পরিচিত একটি গ্যাজেট। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকল বয়সের মানুষের বিশেষ করে ছেলেদের জন্য ট্রিমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারি জিনিস। সেলুনের খরচ বাচাতে বা নিয়মিত সেলুনে যাওয়ার সময় না হওয়ার কারনে আজকাল অনেকেই ঘরে বসে নিজে নিজের বা বাচ্চাদের চুল ছোট করে দিতে ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিন ব্যবহার করে থাকে। তবে এটি একটি কমন ডিভাইস না হওয়ার কারনে অনেকেই এটি সম্পর্কে অতো ভালো ধারনা রাখে না। এছাড়াও ট্রিমারের ফিচার ও কাজের ধরন এর বাজেটের উপরও বেশ নির্ভর করে। 


প্রিয় পাঠক, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশের বাজারে থাকা বাজেট ফ্রেন্ডলি সেরা ৫ টি টিমার বা দাড়ি চুল কাটার মেশিন সম্পর্কে।

১) VGR V-937 

বাংলাদেশের বাজারে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা বা তার কম দামে যতগুলো ট্রিমার পাওয়া যায় সেগুলোর মধ্যে VGR V-937 সেবচেয়ে সেরা। একবার ফুল চার্জে প্রায় ৫০০ মিনিট ব্যবহার করা যায় এই ট্রিমারটি। চায়না এই ট্রিমার ব্রান্ডটি বাংলাদেশের বাজারে অতোটা পরিচিত না হলেও খুব অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ইউএসবি ও ফাস্ট চারজিং সাপোর্ট করে। জিরো থেকে শুরু করে ৪.৫ মিমি আকারে চুল কাটা যাবে। ট্রিমারটির সাথে থাকছে ৪ টি ক্লিপ বা চিরুনি, তেল, ক্লিনিং ব্রাশ, এবং একটি চার্জার ক্যাবল। যেটি আপনার ফোনের চার্জারের এডাপ্টার বা পিসি কিং পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করতে পারবেন। 


২) Kemei KM 809a

বাংলাদেশের সেলুনগুলোতে খেয়াল করলেই লাল রঙের একটি ট্রিমার দেখতে পাবেন। যেটা কিনা KM 2600 এটা বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করার পরে কেমেই এই মডেলের আদলে আরো একটি ট্রিমার নিয়ে আসে যেটি দেখতে কালার আলাদা এবং চারজিং ইন্ডিকেটর আছে। আর সেটিই হচ্ছে Kemei KM 809a । একবার ফুল চার্জে অনায়সে ২ ঘণ্টা বা এর বেশি সময় ব্যবহার করা যায়। আকারে বেশ বড় হওয়ার কারনে এটি প্রফেশনাল ব্যাক্তিরা অর্থাৎ সেলুন ও বিউটি পার্লারে বেশি ব্যবহৃত হয়। 


৩) Vintage T9

কি অবাক হলেন ? সেরা ট্রিমারের লিস্টে এতো কমদামি একটা ট্রিমার জায়গা পেল কিভাবে। অবাক হওয়ার কিছু নেই। দামে কম হলেও মানে অসাধারন এই ট্রিমারটি। যদিও বাজারে বর্তমানে কপি ভিন্টেজ টি৯ দিয়ে ভরে গেছে। তাই অরজিনাল প্রোডাক্ট পাওয়া কঠিন। আবার আসলটির দাম বেশি হওয়ার কারনে অনেকে কিনতেও চায় না। ওরিজিনাল টি নাইনেই আদলে Kemei একটি প্রফেশনাল টি৯ নিয়ে এসেছে। আপনারা চাইলে সেটি নিতে পারেন। Kemei এর এই মডেলটিতে চারজিং ইন্ডিকেটর রয়েছে এবং একবার ফুল চার্জে প্রায় ১ থেকে ১.৫ ঘণ্টা চলে। পাশাপাশি এর মটোরও বেশ শক্তিশালি।


৪) MI 2C trimmer

শাওমি যা কিনা আমাদের কাছে অনেক বেশি পরিচিত নাম। তাই শাওমি সম্পর্কে নতুন কিছু বলার নেই। অনেকে জানেও না যে শাওমি তাদের মি ব্রান্ডের আন্ডারে বেশ কয়েকটি দাড়ি চুল কাটার মেশিন নিয়ে এসেছে এগুলোর মধ্যে MI 2C সর্বশেষ মডেল। যাতে সবচেয়ে বেশি ফিচার দেওয়া হয়েছে। একবার ফুল চার্জে ৯০ মিনিট চলবে। ফাস্ট চারজিং সাপোর্ট করে। এবং ০.৭ থেকে ২১ মিমি আলাদা ১০ টি সাইজে চুল দাড়ি কাতা যাবে। 


প্রিয় পাঠক, আজকের মতো এখানেই শেষ করছি। ভাল থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। লেখাটি আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন আমাদের নিকট।  

 

0 likes | 14 views