Shihab Fakir

Shihab Fakir

Shihab Fakir

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 0 বার দেখা হয়েছে | এই মাসে 0 বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 0 বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

খেজুর খাবার সময় ভুলক্রম বিচি গলার দিকে চলে যায়।?

খেজুর খাবার সময় ভুলক্রম বিচি গলার দিকে চলে যায়। এরপর থেকে ঢুক গিলার সময় গলায় ব্যথা (মাছের কাঁটা বিধলে যেমন ব্যথা হয় তেমন) করতো।


এরপর সাদা ভাত না চিবিয়ে খাওয়ায় পর এ ব্যথা গলার উপর থেকে চলে যায় তবে ভেতরের দিকে হালকা হালকা হতে থাকে। এরপর ঢুক গিলার সময় গলায় কি যেনো বাজে। যতবার ঢুক গিলি ততবারই বিচি গিলার মতো অনুভূত হয়।


আমি গলার এবং বুকের x ray করিয়েছি যাতে কিছু ধরা পড়েনি।


এখন সমস্যা হলো:

•ঢুক গিলার সময় গলা স্বাভাবিক লাগে না।

•গলার ভেতর দিকে কি যেনো হালকা বাজে (মৃদু)।

•গলা ভারী ভারী লাগে।


এখন কি করবো বুঝতে পারছি না।

0 likes | 17 views