alrabbi

alrabbi

alrabbi

iam enjoy my life

  • Female | Single | Islam
প্রশ্ন-উত্তর সমূহ 724 বার দেখা হয়েছে | এই মাসে 724 বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 0 বার
2 টি উত্তর দেখা হয়েছে 724 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

বিবাহ ঋণ নেয়ার পর যদি স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায় কিংবা বউ পালিয়ে যায় সেক্ষেত্রে কি হবে?

বিবাহের জন্য ঋণ দিচ্ছে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংক। আপনি যেকোন প্রতিষ্ঠানে সরকারি বা বেসরকারি যদি চাকরি করেন এবং আপনার বেতন সর্বনিম্ন ১৫ হাজার টাকা হয় তবে আপনি বিবাহ ঋণ পাবেন। বিয়ে না করে থাকলে বিবাহের আগ্রহ নিয়ে ঋণের উদ্দেশ্যে ব্যাংকগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন। কিন্তু এই বিবাহ ঋণ দেয়ার পর যদি স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায় কিংবা বউ পালিয়ে যায় অথবা ডিফল্টার হয়ে যায় সেক্ষেত্রে করনীয় কি হবে?

শুনলাম কিছু ব্যাংক বিয়ে করতে লোন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে জব করি, আমার ব্যাংকে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট দেয়, লোন দেয় না, তাই এমন সিদ্ধান্তের অপশন নাই, এমন কোন সিদ্ধান্তও এখনো হয় নাই।

এখন প্রশ্ন হলো-১. বাড়ীর সামনে সাইনবোর্ডে কি লেখা থাকবে এই বউ ব্যাংকের কাছে দায়বদ্ধ?২. লোনের বিয়ের বউ পালালে ব্যাংকের ভূমিকা কি হবে?৩. ডিফল্টার হলে ব্যাংক কার বিরূদ্ধে মামলা করবে?ক. স্বামী (যে লোন নিয়েছে)খ. বউ (যার জন্য লোন নিয়েছে)গ. ঘটক (যার জন্য লোন নিতে হয়েছে)৪. ডিভোর্স হলে কি হবে?৫. শেষ প্রশ্নঃ লোনের বউ মরে গেলে তা কি সরাসরি মন্দঋণ হবে নাকি স্বত্ববিলোপ হবে?

সাকসেসফুল ব্যাংকাররা উত্তর দিয়ে যাবেন আশাকরি।

কার্টেসিঃ মুশফিকুর রহমান (রতন), ব্যাংকার

0 likes | 6724 views