আসাদ ৩০০ টাকা কেজি দরে খেজুর বিক্রি করে। আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা ৯০০ গ্রামকে ১ কেজি দেখায়। রমজান মাসে ১০% মূল্য হ্রাসে খেজুর বিক্রি করে আসাদ কোনো লাভ বা লোকসান না করলে, খেজুরের ক্রয়মূল্য কত টাকা? সঠিক উত্তর ২৪৩

১০% মূল্য হ্রাসে খেজুরের বিক্রয়মূল্য = (৩০০ - ৩০) = ২৭০ ১০০০ গ্রাম খেজুরের বিক্রয়মূল্য ২৭০ টাকা ১ “ “ “ ২৭০/১০০০ “ ৯০০ “ “ “ (২৭০x৯০০)/১০০০ “ = ২৪৩ টাকা যেহেতু রমজান মাসে ১০% মূল্য হ্রাসে খেজুর বিক্রি করে আসাদের কোনো লাভ বা লোকসান হয়নি, সেহেতু ক্রয়মূল্য = বিক্রয়মূল্য সুতরাং,খেজুরের ক্রয়মূল্য ২৪৩ টাকা।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's