এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ফ্রেডারিক উইনসলো টেইলর কোন দেশে জন্মগ্রহণ করেন?
  • পার্থক্যমূলক মজুরি প্রথা প্রবর্তন করেন—
  • ব্যবস্থাপকের কোন দক্ষতা উচ্চস্তরে প্রয়োজন হয়?
  • ব্যবস্থাপনার নীতি প্রবর্তন করেছেন কে?
  • হেনরি ফেয়ল প্রদত্ত শৃঙ্খলার নীতি বলতে কী বোঝায়?
  • Dual subordination বিষয়টি ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী?
  • আদেশদানের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ব্যবস্থাপনার কোন মূলনীতির সমার্থক?
  • সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে কুক্ষীগত করাকে কী বলে?
  • হেনরি ফেয়লের প্রথম নীতি কী?
  • বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের সমতা বিধানের নীতি কোনটি?
  • হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার নীতি কয়টি?
  • হেনরি ফেয়ল ১৯১৬ সালে প্রথমত কোন ভাষায় তার ১৪টি মূলনীতি উল্লেখ করেন?
  • ব্যবস্থাপকীয় কোন নীতি অনুযায়ী কর্মীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস পায়?
  • “ব্যবস্থাপক যা করেন তা-ই ব্যবস্থাপনা”- উক্তিটি কার?
  • কোন মনীষীকে আধুনিক শ্রমিক-কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়?
  • ব্যবস্থাপনার ১৪টি মূলনীতির কথা কে বলেছেন?
  • ব্যবস্থাপনা প্রক্রিয়া বা কৌশল-
  • শিল্প ও বাণিজ্যের প্রসারের মাধ্যমে ব্যবস্থাপনা—
  • জোড়া মই-শিকল হলো-
  • দ্বৈত আদেশ পরিহার করা উচিত। এটি—
  • ‘The Principles of Scientific Management’ গ্রন্থটির লেখক কে?
  • ব্যবস্থাপনা দায়িত্ব পালন করে-
  • বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যা সমাধানে করা উচিত–
  • জনাব সালাম একটি ফার্মের মহাব্যবস্থাপক। তাকে অন্যভাবে বলা যায়-
  • হেনরি ফেয়লের কোন নীতিতে কর্মীর সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হ্রাস করা হয়েছে?
  • একজন দক্ষ ব্যবস্থাপকের প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব–
  • সাকিব সাহেব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিজের কাছে রাখেন এবং কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অধীনস্থ ব্যবস্থাপককে প্রদান করেন। এক্ষেত্রে ব্যবস্থাপনার অনুসৃত নীতিটি—
  • Henry Fayol সম্পর্কে উক্তি হলো-
  • ব্যবস্থাপনা উন্নয়নে এফ. ডব্লিউ টেইলরের অবদান হলো-
  • ব্যবস্থাপক কর্তৃক সুষ্ঠু নীতিমালার প্রয়োগ কর্মীদের-
  • আদর্শ ব্যবস্থাপকের গুণাবলি হলো-
  • বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি হচ্ছে-
  • ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্য হলো-
  • ব্যবসায় প্রতিষ্ঠান ছাড়াও ব্যবস্থাপনা বিস্তৃত থাকে—
  • প্রশাসনের কাজ মানসিক হলে ব্যবস্থাপনার কাজ—
  • ব্যবস্থাপনার মানোন্নয়নে প্রয়োজন–
  • হেনরি ফেয়ল-
  • ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি হলো-
  • শ্রমিকদের প্রতি ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব হলো-
  • অধিক দক্ষতার জন্য ব্যবস্থাপকের গ্রহণীয় গুণ হলো-
  • Download our App Bissoy