Call
স্বামী বিবেকানন্দ বলেছেন, ‘ঈশ্বর বহুরূপে আমাদের সম্মুখেই আছেন’- এখানে ‘বহুরূপে’ কথাটির মাধ্যমে তিনি ‘জীব’কে নির্দেশ করেছেন। আমরা সবাই জানি, ঈশ্বর নিরাকার। তবে নিরাকার হলেও তিনি সাকাররূপ ধারণ করতে পারেন। তিনি তাঁর সৃষ্টি সকল জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। এরূপে তাঁর অবস্থানকে বলা হয় জীবাত্মা। যেমন মানুষ, জীবজন্তু ও গাছপালা। এগুলোর মধ্যে একেকটির আকৃতি একেক রকম। কিন্তু সবার ভেতরই প্রাণ আছে। আর এ প্রাণ মানেই হচ্ছেন ঈশ্বর। এ সত্যটি প্রকাশ করতেই বিবেকানন্দ এ উক্তিটি করেন।
Talk Doctor Online in Bissoy App