Call
পরোপকার বলতে পরের বা অন্যের উপকার করাকে বোঝায়। আমরা নানাভাবে অন্যের উপকার করতে পারি। যেমন যে কারো বিপদে সাহায্য করতে পারি। অসহায় দরিদ্রকে টাকা দিতে পারি। আশ্রয়হীনকে আশ্রয় দিতে পারি। যে কেউ অসুস্থ হলে তাকে সেবা করতে পারি। কেউ পথ-ঘাট পার হতে না পারলে তাকে সহায়তা করতে পারি। পরোপকার একটি মহৎ গুণ। আমরা এ গুণটি নিজেদের জীবনে অনুশীলন করব।