বর্তমানে আমার মাঝে মাঝে যৌন বিষয়ক চিন্তা আসলে পায়ের নিচে খুব শিরশির করে মনে হয়  বির্য বের হয়ে আসবে । যদিও বির্য কখন এমন  ভাবে বের হয়নি । এটা কী ধাতু দূর্বলতার লক্ষণ ? আবার সপ্নদোষের পর দেখি বির্য খুব পাতলা । আগে পর্ণ ভিডিও দেখার প্রচুর বাজে অভ্যাস ছিল চার পাঁচ মাস যাবত এখন আর নেই , আর সামনেও থাকবেনা আশা করি । আমার এখন তেইশ বছর চলতেছে । বিয়ে শাদি করার ইচ্ছে আরো তিন চার বছর পরে ইনশাআল্লাহ । এখন আমি যে সমস্যাায় আছি এর জন্য কী আমর ডাক্তার এর কাছে যাওয়ার দরকার আছে কী ?
Share with your friends
Call

হ্যা ডাক্তারের কাছে জেতে পারেন

Talk Doctor Online in Bissoy App

যৌনতার অপব্যবহার করবেন না। নিয়মিত পুষ্টিকর খাবার খান আর ভাবুন আপনার সমস্যাটি দিনদিন ঠিক হয়ে যাচ্ছ, আপনি মনুষিক ভাবে শক্ত হোন। এভাবে কিছুদিন চলুক তারপর দেখুন কি হয়। এতে যদি উন্নতির কোনো লক্ষন না দেখেন তাহলে ডাক্তার এর পরামর্শ নিতে পারেন। 

Talk Doctor Online in Bissoy App
হরি

Call

ভাই অভ্যাস বাদ দিন। হোমিও ফার্মেসী তে জান। আর  Nat phos 6x. 1.0.z Nat mur 12x. 1. o.z cal phos 200x. 1 dram  কিনে খান।

Talk Doctor Online in Bissoy App
Porimolray

Call

*আপনি দুধ,ডিম,বীজ জাতীয় খাবার খাবেন। *রসুন পেয়াজ এগুলা বেশ উপকারি *এছাড়াও আপনি সমস্যাটা সম্পূর্ন সারাতে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহন করতে পারেন

Talk Doctor Online in Bissoy App