কৃৎপ্রত্যয় কাকে বলে?

কৃৎপ্রত্যয় কাকে বলে? সঠিক উত্তর ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে

ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি - সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন (১) ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি; আর (২) ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ প্রত্যয়। যেমনঃ চল্‌ (ক্রিয়া প্রকৃতি) + অন (কৃৎ - প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)। চপ্ (ক্রিয়া প্রকৃতি) + অন্ত (কৃৎ - প্রত্যয়) = চলন্ত (বিশেষণ পদ)।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কৃৎপ্রত্যয় জাত শব্দ -

নিচের কোনটি কৃৎপ্রত্যয়?

"অতিথির স্মৃতি" গল্পের লেখক কে? 'আজ তুই আমার অতিথি ' লেখক কাকে কথাটি কাকে বলেছেন?