'ণ-ত্ব' ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয় ?

'ণ-ত্ব' ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয় ? সঠিক উত্তর তৎসম

তৎসম শব্দের বানানে ‘ণ’ এর সঠিক ব্যবহারের নিয়মই ণ - ত্ব বিধান। তৎসম শব্দের বানানে ‘ষ” এর সঠিক ব্যবহারের নিয়মই ষ - ত্ব বিধান। খাঁটি বাংলা ভাষায় মূর্ধন্য হয় না। কিন্তু বাংলা ভাষায় অনেক তৎসম শব্দ ‘ণ’ থাকলে তা অবিকৃত থাকে। খাঁটি বাংলা ভাষায় মূর্ধন্য - ষ এর ব্যবহার নেই। বিদেশি ও তদ্ভব শব্দের বানানে মূর্ধন্য - ষ এর ব্যবহার পাওয়া যায় না । কেবল তৎসম শব্দে মূর্ধন্য – ষ এর ব্যবহার পাওয়া যায়। এগুলোকে অবিকৃত রাখার প্রয়োজনে ষ - ত্ব বিধান প্রয়োগ করা হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?

'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসূত হয়?

ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

'ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ণত্ব ও ষত্ব - বিধান কোন শ্রেনীর শব্দের অনুসৃত হয়?

সন্ধি, ণত্ব-বিধান, ষত্ব-বিধান ব্যাকরণের কোন অংশের আলােচ্য?

কোন শব্দে ণত্ব বিধান পালিত হয়নি ?

‘ণত্ব’ বিধান প্রযোজ্য হয় কোন শব্দে?

ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?