হিন্দুদের আদি ধর্মগ্রন্থ কোনটি?

হিন্দুদের আদি ধর্মগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বেদ

হিন্দুদের আদি ধর্মগ্রন্থ বেদ। বেদকে শ্রুতি (যা শ্রুত হয়েছে) সাহিত্যও বলা হয়। এইখানেই সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থগুলির সঙ্গে বেদের পার্থক্য। কারণ, সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থগুলিকে বলা হয় স্মৃতি (যা স্মরণধৃত হয়েছে) সাহিত্য। প্রচলিত মতে বিশ্বাসী সনাতন ধর্মতত্ত্ববিদদের মতে, বেদ প্রাচীন ঋষিদের গভীর ধ্যানে প্রকাশিত হয়েছিল এবং প্রাচীনকাল থেকেই এই শাস্ত্র অধিকতর যত্নসহকারে রক্ষিত হয়ে আসছে। সনাতন মহাকাব্য মহাভারতে ব্রহ্মাকে বেদের স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে। যদিও বৈদিক স্তোত্রগুলিতে বলা হয়েছে, একজন সূত্রধর যেমন নিপূণভাবে রথ নির্মাণ করেন, ঠিক তেমনই ঋষিগণ দক্ষতার সঙ্গে বেদ গ্রন্থনা করেছেন। বেদে মোট মন্ত্র সংখ্যা ২০৪৩৪টি।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম-

একই গদ্যাংশে হিন্দুদের আচরণ -

‘গঙ্গাজল’ হিন্দুদের কাছে কীসের প্রতীক?

প্রথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটি?

কোনটি ধর্মগ্রন্থ নয়?

বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটি?

কোন সভ্যতার যুগে ধর্মগ্রন্থ বা দর্শনের বইয়ে অর্থনীতির বিষয়ে অগোছালো কিছু আলোচনা হয়?

ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ-