কাতলা ও সিলভার কার্প মাছ কোন স্তরের খাদ্য গ্রহণ করে?

কাতলা ও সিলভার কার্প মাছ কোন স্তরের খাদ্য গ্রহণ করে? সঠিক উত্তর উপরের স্তত

সাধারণত পুকুরে ৩ স্তরে মাছ আলাদাভাবে অবস্থান করে খাবার খায়। এজন্য সেভাবে তাদের যত্নআত্তি করতে হয়। উপরের স্তরে কাতলা, সিলভার কার্প এবং বিগহেড জলাশয়ের উপরের স্তরের খাবার খায়। উপরের স্তরে এসব মাছ সবুজ উদ্ভিদকণা (ফাইটোপ্ল্যাঙ্কটন) এবং প্রাণিকণা (যুপ্ল্যাঙ্কটন) খেয়ে থাকে। মধ্য স্তরের রুই মাছ এ স্তরে থাকে এবং ক্ষুদ্র প্রাণিকণা, ক্ষুদ্রকীট, শেওলা খাবার খায় এবং নিম্নস্তরের মৃগেল, কালীবাউশ, মিরর কার্প বা কার্পিও, ব্ল্যাক কার্প অধিকাংশ সময়েই জলাশয়ের নিম্নস্তরে বিচরণ করে। তলদেশের ক্ষুদ্র কীটপতঙ্গ, শেওলা, শামুক, ঝিনুক, ক্ষুদ্র উদ্ভিদকণা ও প্রাণিকণা এদের প্রধান খাবার।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

অ্যামিবা কয়েকটি পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে । যে মাধ্যমে খাদ্য গ্রহণ করেনা বা পারে না সেটি হলো -

চাষের উদ্দেশ্য ব্যতীত রুই, কাতলা মাছ (৯ ইঞ্চির নিচে) কখন বিক্রি ও পরিবহন নিষিদ্ধ?

বায়ুম-লের চারটি স্তরের মধ্যে কোন স্তরের প্রভাব হিসেবে বিদ্যুৎ চমকানো দেখতে পাই?