”মা তোর বদন খানি মলিন হলে, আমি ------ ভাসি” শূন্যস্থান পূরণ করুন।

”মা তোর বদন খানি মলিন হলে, আমি ------ ভাসি” শূন্যস্থান পূরণ করুন। সঠিক উত্তর নয়ন জলে

মা তোর বদন খানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি’ উল্লেখিত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান কাব্যগ্রন্থের স্বর বিতান ৪৬ - এর স্বদেশ শীর্ষক প্রথম গীত । চরণটি ১০ চরণবিশিষ্ট আমাদের জাতীয় সংগীতের দশম চরণ।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

’মা তোর বদন খানি মলিন হলে, আমি .......... ভাসি’

'মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি' কে লিখেছেন?

"মা, তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি” চরণটির রচয়িতা----

“আমি শুনে হাসি, আখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। পক্তিটির রচয়িতা কে?

'বৈরাগ্য সাধনে--- সে আমার নয়।' শূন্যস্থান পূরণ করুন।

বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে " সকল সময়ে ----চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।" শূন্যস্থান পূরণ করুন।