তোমার সামনে চারটি দরজা আছে, কোন দরজা দিয়ে তুমি নিরাপদে বের হবে?

তোমার সামনে চারটি দরজা আছে, কোন দরজা দিয়ে তুমি নিরাপদে বের হবে? সঠিক উত্তর এক দররজায় তিন মাসের একটি ক্ষুধার্ত বাঘ আছে

তিন মাস ধরে একটি বাঘ ক্ষুধার্ত থাকলে সে এতটাই শক্তিহীন হওয়ার কথা যে সে চলতে পারবেনা। অর্থাৎ উঠে দাঁড়ানো পর্যন্ত ক্ষমতা থাকার কথা নয় । সে ক্ষেত্রে ঐ বাঘের সম্মুখ দিয়ে কোনো প্রাণী হাটা - চলা করলে ও সে নিরাপদ । সুতরাং এ ক্ষেত্রে আমি বাঘের দরজাটাই ব্যবহার করব। অন্য তিনটি দরজার বিপদ এরিয়ে যেতে পারার সম্ভবনা খুবই কম।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's