এসএসসি কৃষিশিক্ষা ১ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ফসল উৎপাদনের প্রধান মাধ্যম কোনটি?
  • গোল আলু চাষে মাটিতে প্রচুর পরিমাণে কোনটি থাকা উচিত?
  • বাংলাদেশে কৃষি পরিবেশ অঞ্চল কয়টি?
  • কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সে.মি. গভীর স্তরকে মাটি বলে?
  • মাটির জৈব পদার্থ কম হলে কী ব্যবহার করতে হবে?
  • নিচু জমিতে কোন ধান চাষ করা যায়?
  • বাংলাদেশের কোন অঞ্চলে গমের চাষ ভালো হয়?
  • বিনা চাষে আবাদ করা যায় কোনটি?
  • অতিরিক্ত পানি সহ্য করতে পারে না কোনটি?
  • আলু চাষের জন্য উপযুক্ত মাটি-
  • কাদামাটি অঞ্চলের পটাশজাত খনিজের মাত্রা-
  • বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের খরিপ-১ মৌসুমে বৃষ্টিনির্ভর ফসল কোনটি?
  • বরেন্দ্র অঞ্চলে রবি মৌসুমে চাষযোগ্য সেচনির্ভর ফসল নয়-
  • দোআঁশ মাটি অঞ্চলে রবি মৌসুমের সেচনির্ভর ফসল কোনটি?
  • দোআঁশ মাটি অঞ্চলে রবি মৌসুমের বৃষ্টিনির্ভর ফসল কোনটি?
  • উপকূলীয় অঞ্চলের অন্তর্গত এলাকা-
  • পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের মাটি কোন প্রকৃতির?
  • পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের রবি মৌসুমে চাষযোগ্য বৃষ্টিনির্ভর ফসল-
  • উপকূলীয় অঞ্চলের মাটির অম্লমানের মাত্রা-
  • উপকূলীয় অঞ্চলের রবি মৌসুমের সেচনির্ভর ফসল-
  • উপকূলীয় অঞ্চলের খরিপ-১ মৌসুমের সেচনির্ভর ফসল কোনটি?
  • রবি শস্য কোনটি
  • কোন ফসল চাষে মাটির জো দেখে জমিতে লাঙল চালনা করা হয়?
  • কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
  • গম চাষে পাওয়ার টিলারের সাথে কোনটি যোগ করা হয়?
  • পাওয়ার টিলার দিয়ে চাষ দিলে আলুতে কতটি চাষ প্রয়োজন?
  • কোন মাস থেকে আলু চাষের জন্য জমি প্রস্তুতির কাজ শুরু করা হয়?
  • আলুর বীজ থেকে বীজের দূরত্ব কত হওয়া উচিত?
  • কোনটি চাষের জন্য মাটি ঝুরঝুরে হওয়া প্রয়োজন?
  • জমি প্রস্তুতির প্রথম ধাপ কোনটি?
  • ভূমি কর্ষণের উদ্দেশ্য কয়টি?
  • আস্তরণ ভূমিক্ষয়ের প্রধান কারণ কী?
  • কোন অঞ্চলে নালা ভূমিক্ষয় বেশি পরিলক্ষিত হয়?
  • কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?
  • কোন ধরনের ভূমিক্ষয়ে লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়?
  • কোন মাসে বাত্যাজনিত ভূমিক্ষয়ের প্রকোপ দেখা যায়?
  • যে অঞ্চলে গাছপালা কম সে অঞ্চলে কোন কারণে ভূমিক্ষয় হয়?
  • রাজশাহী অঞ্চলে কোন মাসে বায়ুজনিত ভূমিক্ষয়ের প্রকোপ সামান্য দেখা যায়?
  • আস্তরণ ভূমিক্ষয়ের পরবর্তী পর্যায়কে কী বলে?
  • কোন ধরনের ভূমিক্ষয়ের কারণে কৃষক জমি হারিয়ে নিঃস্ব হয়ে যায়?
  • Download our App Bissoy