এসএসসি বাংলা সাহিত্য মমতাদি লিখিত প্রশ্ন

  • কাজ চাইতে গিয়ে মমতাদির যেটুকু সংকোচ থাকা দরকার ছিল তাও একেবারে নেই – কেন?
  • মমতাদির ওপর বাড়ির সকলে খুশি হলেন কেন?
  • মমতাদির ওপর ছোট ছেলেটি ক্ষুব্ধ হলো কেন?
  • মমতাদি ছোট ছেলেটিকে বামুনদি বলতে নিষেধ করেন কেন?
  • মমতাদি তাঁর চড় খাওয়ার বিষয়টি গোপন করেছিলেন কেন?
  • মমতাদির বরের চাকরির জন্য ছোট ছেলেটি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল কেন?
  • ‘পরদিন থেকে সে আর আসত না’- কেন?
  • মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল কেন?
  • মমতাদি লেখকের বাড়িতে কাজ নিয়েছিল কেন বুঝিয়ে লেখো।
  • “বেশী আস্কারা দিও না। জ্বালিয়ে মারবে”- ব্যাখ্যা করো।
  • রাঁধুনী বলায় চমকে মমতাদির মুখ লাল হলো কেন?
  • মমতাদি প্রথা ভঙ্গ করে উপার্জনের জন্য বাইরে এসেছেন কেন?
  • মমতাদি ভাঁড়ার ঘরে ছোট ছেলেটিকে রসগোল্লা ও সন্দেশ খেতে বাধা দিলেন কেন?
  • ‘দু ফোঁটা দুর্বোধ্য রহস্য’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা করো।
  • মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সাথে বাজি ধরে কোন গল্প রচনা করেন?
  • মানিক বন্দ্যোপাধ্যায় কতটি উপন্যাস রচনা করেন?
  • মমতাদি কোথায় থাকেন?
  • মমতাদির স্বামীর কয় মাস ধরে চাকরি নেই?
  • মমতাদির কত টাকা মাইনে ঠিক হলো?
  • মমতাদির কী দেখে সকলে খুশি হলো?
  • ‘মমতাদি’ গল্পে বাড়িতে কী নিয়ে কুটুম এসেছিল?
  • ‘মমতাদি’ গল্পে কার গালে তিনটি আঙুলের দাগ দেখা যায়?
  • ‘মমতাদি’ গল্পে ছোট ছেলেটি কার চুলে বেণী পাকাবার চেষ্টা করে?
  • কবে থেকে মমতাদির বরের চাকরি হয়েছে?
  • মিথ্যে বললে কী হয়?
  • মমতাদি জীবনময়ের গলির কয় নম্বর বাড়িতে থাকেন?
  • সাতাশ নম্বর বাড়িটি কয় তলা?
  • জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছ থেকে কে কমলালেবু কিনেছিলেন?
  • মমতাদির বাড়িতে চটের বেড়া দিয়ে কী তৈরি করা হয়েছে?
  • মমতাদি ছোট ছেলেটিকে কোন ঘরে নিয়ে গিয়ে টুলে বসাল?
  • মমতাদির শোবার ঘরে কয়টি জানালা আছে?
  • মমতাদির সংসারের প্রায় সমস্ত জিনিস কোন ঘরে ঠাঁই পেয়েছে?
  • মমতাদির কয় বছর বয়সী একটি ছেলে রয়েছে?
  • মমতাদির ঘরে টেবিলের ঊর্ধ্বে দেয়ালের গর্তের তাকে কী রয়েছে?
  • মমতাদির বাড়িতে কে সারারাত পেটের ব্যথায় ঘুমায়নি?
  • মমতাদির বাড়িতে ছোট ছেলেটি কয়টি কমলালেবু খেল?
  • ‘মমতাদি’ গল্পে কার ঘরে মুড়ি ছাড়া খাওয়ার জিনিস কিছু নেই?
  • মমতাদি ছোট ছেলেটিকে কোথায় মাদুর পেতে বসতে দিল?
  • ‘মমতাদি’ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
  • মমতাদি কাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথাসামর্থ্য আপ্যায়ন করেন?
  • Download our App Bissoy